বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR vs RR Predicted XI: অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামার সম্ভাবনা KKR-র, RR-র হয়ে ফিরবেন বোল্ট

KKR vs RR Predicted XI: অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামার সম্ভাবনা KKR-র, RR-র হয়ে ফিরবেন বোল্ট

রাজস্থান রয়্যালস ও কেকেআর ব্রেবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হবে। ছবি-পিটিআই / এএনআই।

কেকেআর ও রাজস্থান, দুই দলই নিজেদের গত ম্যাচে পরাজিত হয়েছিল।

সোমবার (১৮ এপ্রিল) ব্রেবোর্ন স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস একে অপরের মুখোমুখি হবে। রাজস্থান যেখানে গত ম্যাচে গুজরাট টাইটানসের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কেকেআর পরপর দুই ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরেছে। তাই জয়ের সরণীতে ফিরতে মরিয়া হবে দুই দলই।

টাইটানস ম্যাচে বোলিং বিভাগে ট্রেন্ট বোল্টকে বেশ মিস করেছে রাজস্থান। প্রখমে উইকেট নিয়ে টাইটানসকে চাপে ফেললেও, ১৯২ রান তুলে ফেলে তারা। তবে চোট সেরে গিয়েছে বোল্টের। অনুশীলনে বোলিংও করেছেন তিনি। তাই এই ম্যাচে তাঁর ফিরে আসা কার্যত নিশ্চিত। এক্ষেত্রে সম্ভবত জিমি নিশাম বা রাসি ভ্যান ডার দাসেনকে বাইরে বসতে হবে। দাসেন বাইরে বসলে দলের ব্যাটিং বেশ দুর্বল হয়ে পড়বে। তাই এখনও অবধি আহামরি পারফর্ম না করলেও, তাঁর টিমে থাকার সম্ভাবনা রয়েছে। তবে রবিচন্দ্রন অশ্বিন দলে জায়গা নিয়ে একটা প্রশ্ন থাকছেই। ব্যাট হাতে একাধিক জায়গায় নামলেও, অশ্বিন বল হাতে মাত্র এক উইকেটই নিয়েছেন। কতদিন তাঁর উপর রয়্যালস ম্যানেজমেন্ট ভরসা রাখে, সেটাই দেখার।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ:-

জোস বাটলার, দেবদূত পাডিক্কাল, সঞ্জু স্যামসন, রাসি ভ্যান ডার দাসেন, শিমরন হেতমায়ের, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ সেন

গত ম্যাচে কেকেআরের পরফরম্যান্স একেবারে আহামরি ছিল না। দলের হয়ে আমন খান ও অ্যারন ফিঞ্চ নিজের অভিষেক ঘটিয়েও, দুই জনের কেউই দাগ কাটতে পারেননি। এমন অবস্থায় মিডল অর্ডারে ভরসা প্রদান করার জন্য স্যাম বিলিংসকে ফেরানো এবং টিম সাউদিকে আবারও সুযোগ দেওয়ার এক সম্ভাবনা রয়েইছে। তবে বিলিংসকে সুযোগ দেওয়ার অর্থ হল ফিঞ্চকে বাইরে বসতে হবে। কিন্তু মাত্র এক ম্যাচ পরেই ফিঞ্চকে বসানোর কথা হয়তো ভাববে না কেকেআর। আমনের ক্ষেত্রেও বিষয়টা একই। তাঁর বদলে সাউদিকে নিলে বাদ দিতে হবে ফিঞ্চকে। মাভিকে খেলানো যেতেই পারে, তবে এক ম্যাচ পরেই তরুণ খেলোয়াড়কে বসাতে চাইবে না নাইটরা। তাই সম্ভবত অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামবে কেকেআর।

কেকেআরের সম্ভাব্য একাদশ:-

অ্যারন ফিঞ্চ, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, শেল্ডন জ্যাকসন, প্যাট কামিন্স, সুনীল নারিন, আমন খান, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন