বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > শেষ IPL খেলে ফেললেন কার্তিক? পৃথ্বীকে রিটেন করবে DC? ২০২৪-এ ঘাড় ধাক্কা খেতে পারেন কারা?

শেষ IPL খেলে ফেললেন কার্তিক? পৃথ্বীকে রিটেন করবে DC? ২০২৪-এ ঘাড় ধাক্কা খেতে পারেন কারা?

এই বছর সিনিয়র কিছু প্লেয়ার এতটা খারাপ খেলেছেন যে, তাঁদের আইপিএল ক্যারিয়ার শেষ হতে বসেছে। হয়তো তাঁদের টিম আর পরের বছর তাঁদের রিটেন করবে না। এমন কী কেউ কেউ হয়তো অন্য কোনও দলেও সুযোগ পাবেন না। তাঁদের আইপিএল ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। কারা রয়েছে এই তালিকায় দেখে নিন: