ক্রিজে দাঁড়িয়ে নড়াচড়া করার প্রবণতা বরাবরই আছে শ্রেয়স আইয়ার। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেই প্রবণতাকে অন্য পর্যায়ে নিয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক। নেটিজেনরা তো মজা করে বললেন, ‘আইয়ারনাট্যম’ করলেন শ্রেয়স।
(SRH vs KKR Live ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে)
শুক্রবার সানরাইজার্সের বিরুদ্ধে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় কেকেআর। মাঠে আসেন শ্রেয়স। সবুজ আভার পিচে যেখানে বোলাররা সাহায্য পাচ্ছেন, সেখানেও নড়াচড়া শুরু করেন। ৩.২ ওভারে মার্কো জানসেনের শর্ট বলে রীতিমতো ক্রিজে দৌড়াদৌড়ি শুরু করেন তিনি। যা বিশাল উপর দিয়ে বেরিয়ে যায়। সেই ভিডিয়ো টুইট করে এক নেটিজেন লেখেন, ‘আইয়ারনাট্যম’। তবে শুধু সেই বলে নয়, একাধিকবার ক্রিজে ‘আইয়ারনাট্যম’ দেখান শ্রেয়স।
শ্রেয়স আইয়ারের আউট
শুক্রবার ১০ ওভারের শেষ বলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়সকে আউট করেন উমরান। যেভাবে আগের বলগুলি করেছিলেন উমরান এবং শ্রেয়স ক্রিজের মধ্যে এতটাই নড়চড় করছিলেন, তা থেকেই স্পষ্ট ছিল যে কী আসতে চলেছে। তা সত্ত্বেও একই ভুল করেন নাইট অধিনায়ক। জঘন্য শট নির্বাচনের মাশুল গুনতে হয় তাঁকে। উমরানের ঘণ্টায় ১৪৮.৮ কিলোমিটার বেগের ইয়র্কারের কোনও উত্তরই ছিল না শ্রেয়সের কাছে। স্রেফ গুঁড়িয়ে যায় স্টাম্প।
সেই উইকেটের পরই ডাগ-আউটে উচ্ছ্বাসে ফেটে পড়েন সানরাইজার্সের বোলিং কোচ স্টেইন। মনে হচ্ছিল, যেন নিখুঁত পরিকল্পনা করে তিনি নিজেই শ্রেয়সকে আউট করেছেন। সেই উচ্ছ্বাসের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ধারাভাষ্যকাররা বলতে থাকেন, স্টেইনের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল যেন নিজেই উইকেট নিয়েছেন। সেইসঙ্গে সানরাইজার্সের পরিকল্পনাও পুরো খেটে গিয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
(আইপিএল ২০২২ সংক্রান্ত যে কোনও তথ্য পড়ুন এখানে)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।