১৮ মে বৃহস্পতিবার, আইপিএল ২০২৩-এর ৬৫ তম লিগ ম্যাচের জন্য, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দরাবাদ দল একে অপরের মুখোমুখি হতে চলেছে। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। প্লে-অফের দিক থেকে এই ম্যাচটি আরসিবির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। অন্যদিকে নিজেদের নিয়মরক্ষার এই ম্যাচটি সানরাইজার্স হায়দরাবাদও জিততে চাইবে। তবে এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। এই দুই দল নিজেদের প্লেঅফের টিকিট পাকা করতে বিরাট কোহলিদের হার চাইবে। এমন অবস্থায় জেনে নেওয়া যাক এই ম্যাচে দুই দল কোন একাদশ নিয়ে মাঠে নামতে পারবে।
আরও পড়ুন… ইস্টবেঙ্গলকে টেক্কা দিয়ে লোবেরাকে কোচ করল ওড়িশা এফসি, এবার দলে আসছে নামজাদারা
হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দু দলের ম্যাচটি। এখানকার পিচে ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে ভালো ভারসাম্য রয়েছে। তবে এখানে ব্যাটিং সহজ নয়, ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিনাররা এখানে অনেক সাহায্য পেয়ে থাকেন। এমন অবস্থায় উভয় দলই তাদের সেরা একাদশ নির্ধারণ করতে চায়। RCB, যারা শেষ ম্যাচে ১১২ রানে জিতেছিল, তারা প্লেয়িং ইলেভেনের সঙ্গে খুব একটা পরিবর্তন করতে চাইবে না, হায়দরাবাদ এই ম্যাচে নিজেদের বেঞ্চ শক্তিকে পরীক্ষা করতে পারে।
আরও পড়ুন… শেষ হল ৯ বছরের অপেক্ষা! জীবনের প্রথম IPL ফিফটি করে প্রতিপক্ষ ক্রিকেটারের প্রশংসায় রিলি রসৌ
শেষ ম্যাচে গুজরাটের কাছে হেরেছিল হায়দরাবাদ। এমন পরিস্থিতিতে দলে কিছু পরিবর্তন প্রায় নিশ্চিত। এই ম্যাচে অভিষেক শর্মাকে বেঞ্চে বসতে হতে পারে, তার জায়গায় ফিরতে পারেন মায়াঙ্ক আগরওয়াল। একই সঙ্গে ফিরতে পারেন উমরান মালিক এবং ফিরতে পারেন হ্যারি ব্রুকও। একই পিচের কথা মাথায় রেখে দলে আসতে পারেন আদিল রশিদও।
দেখে নেওয়া যাক সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ-
প্রথমে ব্যাট করলে কেমন হতে পারে প্রথম একাদশ- মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, এডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), আব্দুল সামাদ, হ্যারি ব্রুক, সানভীর সিং, মায়াঙ্ক মার্কন্ডে, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।
প্রথম বোলিং করলে কেমন হতে পারে প্রথম একাদশ- মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, এডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), আব্দুল সামাদ, আদিল রশিদ, সানভীর সিং, মায়াঙ্ক মার্কন্ডে, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।
আরও পড়ুন… ঘরের মাঠে যদি এমন ধারাবাহিকতা দেখাতে পারতাম- পঞ্জাবকে হারিয়েও ওয়ার্নারের গলায় আফসোসের সুর
ইম্প্যাক্ট খেলোয়াড়- হ্যারি ব্রুক, আদিল রশিদ, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, কার্তিক ত্যাগী।
দেখে নেওয়া যাক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ-
প্রথমে ব্যাট করলে কেমন হতে পারে প্রথম একাদশ- বিরাট কোহলি (অধিনায়ক), ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমরোর, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল, ওয়েন পার্নেল, করণ শর্মা, হার্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
প্রথম বোলিং করলে কেমন হতে পারে প্রথম একাদশ- বিরাট কোহলি (অধিনায়ক), ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমরোর, বিজয়কুমার বৈশাক, মাইকেল ব্রেসওয়েল, ওয়েন পার্নেল, করণ শর্মা, হার্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ।
ইম্প্যাক্ট খেলোয়াড়- বিজয়কুমার বৈশাক, দীনেশ কার্তিক, শাহবাজ আহমেদ, সিদ্ধার্থ কৌল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup