বাংলা নিউজ > ময়দান > Irani Trophy 2022: দাপুটে হাফ-সেঞ্চুরি ঈশ্বরনের, অবশিষ্ট ভারতের ইরানি জয়ে ম্যাচের সেরা বাংলার মুকেশ

Irani Trophy 2022: দাপুটে হাফ-সেঞ্চুরি ঈশ্বরনের, অবশিষ্ট ভারতের ইরানি জয়ে ম্যাচের সেরা বাংলার মুকেশ

ইরানি চ্যাম্পিয়ন অবশিষ্ট ভারত। ছবি- বিসিসিআই।

Saurashtra vs Rest of India: ইরানি ট্রফিতে পূজারা-উনাদকাটদের সৌরাষ্ট্রের বিরুদ্ধে দাপুটে জয় হনুমা বিহারীর নেতৃত্বাধীন অবশিষ্ট ভারতের।

প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম হলেও শেষমেশ ম্যাচ বাঁচানো সম্ভব হল না সৌরাষ্ট্রের পক্ষে। ঘরের মাঠে ইরানি ট্রফিতে বড় ব্যবধানে পরাজিত হলেন চেতেশ্বর পূজারা-জয়দেব উনাদকাটরা।

মুকেশ কুমার, কুলদীপ সেন ও উমরান মালিকের ত্রিফলায় বিদ্ধ হয়ে প্রথম ইনিংসে সৌরাষ্ট্র অল-আউট হয় মাত্র ৯৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে অবশিষ্ট ভারত একাদশ ৩৭৪ রান তোলে। সরফরাজ খান ১৩৮ ও হনুমা বিহারী ৮২ রান করেন।

২৭৬ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সৌরাষ্ট্র। তারা ৩৮০ রান তুলে দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায়। শেল্ডন জ্যাকসন ৭১, অর্পিত বাসবদা ৫৫, প্রেরক মানকড় ৭২ ও জয়দেব উনাদকাট ৮৯ রান করেন। কুলদীপ সেন ৫টি ও সৌরভ কুমার ৩টি উইকেট নেন।

আরও পড়ুন:- IND vs SA 3rd T20: পন্ত ওপেন করবেন? কোহলির জায়গায় সম্ভবত শ্রেয়স, অভিষেক হতে পারে বাংলার তারকার- কী হবে ভারতের একাদশ?

জয়ের জন্য অবশিষ্ট ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১০৫ রানের। চতুর্থ দিনে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। আগ্রাসী হাফ-সেঞ্চুরি করে অপরাজিত থাকেন অভিমন্যু ঈশ্বরন। তিনি ৯টি বাউন্ডারির সাহায্যে ৭৮ বলে ৬৩ রান করে নট-আউট থাকেন। ২৭ রান করে অপরাজিত থাকেন কেএস ভরত। তিনি ৫টি চার মারেন। প্রিয়ঙ্ক পাঞ্চাল ২ ও যশ ধুল ৮ রান করে সাজঘরে ফেরেন। ২টি উইকেটই নেন উনাদকাট।

আরও পড়ুন:- Legends League Cricket: ইউসুফের গায়ে হাত তোলার বড় শাস্তি পেলেন না জনসন, শুধু জরিমানা আর সতর্ক করা হল

৮ উইকেটে ম্যাচ জিতে ইরানির খেতাব হাতে তোলেন হনুমা বিহারীরা। প্রথম ইনিংসে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ১টি উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন অবশিষ্ট ভারতের মুকেশ কুমার।

বন্ধ করুন