প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম হলেও শেষমেশ ম্যাচ বাঁচানো সম্ভব হল না সৌরাষ্ট্রের পক্ষে। ঘরের মাঠে ইরানি ট্রফিতে বড় ব্যবধানে পরাজিত হলেন চেতেশ্বর পূজারা-জয়দেব উনাদকাটরা।
মুকেশ কুমার, কুলদীপ সেন ও উমরান মালিকের ত্রিফলায় বিদ্ধ হয়ে প্রথম ইনিংসে সৌরাষ্ট্র অল-আউট হয় মাত্র ৯৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে অবশিষ্ট ভারত একাদশ ৩৭৪ রান তোলে। সরফরাজ খান ১৩৮ ও হনুমা বিহারী ৮২ রান করেন।
২৭৬ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সৌরাষ্ট্র। তারা ৩৮০ রান তুলে দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায়। শেল্ডন জ্যাকসন ৭১, অর্পিত বাসবদা ৫৫, প্রেরক মানকড় ৭২ ও জয়দেব উনাদকাট ৮৯ রান করেন। কুলদীপ সেন ৫টি ও সৌরভ কুমার ৩টি উইকেট নেন।
জয়ের জন্য অবশিষ্ট ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১০৫ রানের। চতুর্থ দিনে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। আগ্রাসী হাফ-সেঞ্চুরি করে অপরাজিত থাকেন অভিমন্যু ঈশ্বরন। তিনি ৯টি বাউন্ডারির সাহায্যে ৭৮ বলে ৬৩ রান করে নট-আউট থাকেন। ২৭ রান করে অপরাজিত থাকেন কেএস ভরত। তিনি ৫টি চার মারেন। প্রিয়ঙ্ক পাঞ্চাল ২ ও যশ ধুল ৮ রান করে সাজঘরে ফেরেন। ২টি উইকেটই নেন উনাদকাট।
৮ উইকেটে ম্যাচ জিতে ইরানির খেতাব হাতে তোলেন হনুমা বিহারীরা। প্রথম ইনিংসে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ১টি উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন অবশিষ্ট ভারতের মুকেশ কুমার।