বাংলা নিউজ > ময়দান > সরাসরি বল মেরে উইকেট ভাঙলেন ইশান, রান আউট হলেন স্যান্টনার, ভিডিয়ো হল ভাইরাল

সরাসরি বল মেরে উইকেট ভাঙলেন ইশান, রান আউট হলেন স্যান্টনার, ভিডিয়ো হল ভাইরাল

ইশানের সরাসরি থ্রো-তে রানআইট হলেন স্যান্টনার।

টিম সেফার্টকেও রান আউট করতে বড় ভূমিকা নিয়েছিলেন ইশান। তবে সে বার ঋষভ পন্তের হাতে সঠিক সময়ে তিনি বলটি পৌঁছে দিয়েছিলেন। আর পন্তও সময় নষ্ট না করে উইকেট ভেঙে দেন।

ভারতের ১৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে তখন একের পর এক উইকেট হারাচ্ছে নিউজিল্যান্ড। ১৪তম ওভারে দীপক চাহার যখন বল করতে এসেছেন, তখন ৮৩ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল কিউয়িরা। সেই ওভারের প্রথম বলেই মিচেল স্যান্টনার স্ট্রাইকে ছিলেন। প্রথম বলট মেরে এক রান পূরণ হওয়ার পর তিনি দ্বিতীয় রান নিতে চান। কিন্তু দু'রান নিতে গিয়েই রান আউট হয়ে বসেন তিনি। ডিপ থেকে সরাসরি হিট করে উইকেট ভেঙে দেন ইশান কিষাণ।

সরাসরি হিট করেছিলেন বলে কিন্তু মিচেল স্যান্টনার রান আউট হয়ে যান। নিঃসন্দেহে দুরন্ত ফিল্ডিং করেন ইশান। ৪ বলে ২ রান করে সাজঘরে ফিরে গিয়েছিলেন স্যান্টনার। এর আগে টিম সেফার্টকেও রান আউট করতে বড় ভূমিকা নিয়েছিলেন ইশান। তবে সে বার ঋষভ পন্তের হাতে সঠিক সময়ে তিনি বলটি পৌঁছে দিয়েছিলেন। আর পন্তও সময় নষ্ট না করে উইকেট ভেঙে দেন। এই রান আউট দু'টোও কিন্তু নিউজিল্যান্ডকে ১১১ রানে অল আউট করতে বড় ভূমিকা নিয়েছে।

রবিবার ইডেনে কেএল রাহুলের বদলে রোহিত শর্মার সঙ্গে ওপেন করেছিলেন ইশান কিষাণ। তবে শুরুটা ভালো করলেও ২১ বলে ২৯ রান করে করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। ব্যাট হাতে অসাধারণ কিছু না করতে পারলেও, ফিল্ডিং করতে নেমে তিনি সকলকে তাক লাগিয়ে দেন।

এ দিন টসে জিতে ভারত প্রথমে ব্যাটিং নিয়েছিল। নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান করে তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারেই ১১১ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ইডেনে তৃতীয় টি-টোয়েন্টি ৭৩ রানে জিতে সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করে রোহিত শর্মা ব্রিগেড।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন