টোকিও অলিম্পিক্সে পদক জয়ী ভারতীয় ক্রীড়াবিদদের অভিনন্দন জানালেন বিরাট কোহলি। শুধু যাঁরা সফল হয়েছেন তাঁদেরকেই নয়, বরং ভারত অধিনায়ক অভিনন্দন জানিয়েছেন টোকিও অলিম্পিক্সে অংশগ্রহণকারী প্রত্যেক ভারতীয় ক্রীড়াবিদদকেই।
অভিনন্দন বার্তায় কোহিও এও জানিয়েছেন যে, হার-জিত খেলার অঙ্গ। তবে দেশের হয়ে নিজের সেরাটা মেলে ধরাই হল আসল কথা। এভাবেই খেলোয়াড়সুলভ মানসিকতায় টোকিও অলিম্পিক্সে ব্যর্থ হওয়া ভারতীয় তারকাদের হতাশা দূর করার চেষ্টা করলেন বিরাট।
কোহলি টুইটারে টোকিও অলিম্পিক্সে ভারতের পজকজয়ী ক্রীড়াবিদদের একটি কোলাজ ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘অলিম্পিক্সে আমাদের সকল বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন। হার-জিত খেলার অঙ্গ। তবে আসল কথা হল দেশের জন্য তোমরা প্রত্যেকে নিজের সেরাটা দিয়েছ। আমরা তোমাদের নিয়ে ভীষণ গর্বিত এবং আগামী দিনে তোমাদের জন্য শুভকামনা রইল। জয় হিন্দ।’
উল্লেখ্য, কোহলি অলিম্পিক্স শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় শুভকামনা জানিয়েছিলেন ভারতীয় ক্রীড়াবিদদের। সেই সঙ্গে তাঁদের সমর্থন করার আবেদন জানিয়েছিলেন অনুরাগীদের কাছে।
টোকিওয় ভারতের পদক জয়ীরা:-
১. নীরজ চোপড়া ছেলেদের জ্যাভেলিন থ্রোয়ে সোনা জেতেন।
২. ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগে রুপো জেতেন রবি কুমার দাহিয়া।
৩. মীরাবাঈ চানু ভারোত্তলনে মেয়েদের ৪৯ কেজি বিভাগে রুপো জেতেন।
৪. ভারতীয় হকি দল ছেলেদের বিভাগে ব্রোঞ্জ পদক জেতে।
৫. ব্যাডমিন্টনের ওমেনস সিঙ্গলসে ব্রোঞ্জ জেতেন পিভি সিন্ধু।
৬. ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন বজরং পুনিয়া।
৭. মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) বিভাগে ব্রোঞ্জ জেতেন লভলিনা বড়গোহাঁই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।