রিও অলিম্পিক্সে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন দীপা কর্মকার। খুব অল্পের জন্যই দীপা পদক হাতছাড়া করেন। চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয় দীপাকে। মীরাবাঈ চানুর সাফল্যে সেই দীপাই আজ উচ্ছ্বসিত। যেন নিজের অপূর্ণ স্বপ্ন চানুর মধ্যে দিয়েই পূরণ হতে দেখলেন দীপা।
দীপা ফেসবুকে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘অলিম্পিক্স ২০২০ -র শুরুটা কী অসাধারণ ভাবে হল। এই পদকটা তোমার প্রাপ্য, আর এটা পাওয়ার জন্য তোমাকে অনেক শুভেচ্ছা মীরাবাঈ চানু। ’
একা শুধু দীপাই নন, আর এক বাঙালি মহিলা অ্যাথলিট স্বপ্না বর্মনও শুভেচ্ছা জানিয়েছেন চানুকে। তিনিও ফেসবুকের মাধ্যমেই শুভেচ্ছা জানিয়েছেন রুপোজয়ী ভারোত্তলককে।
আসলে চানুর লড়াইটা সকলকেই অনুপ্রাণিত করে। মণিপুর থেকে টোকিও অলিম্পিক্সের পোডিয়াম পর্যন্ত সফরটা কিন্তু সহজ ছিল না চানুর কাছে। যে মেয়েটা একটা সময়ে জ্বালানির জন্য বনে কাঠ কাটতে যেতেন, সেই মেয়েই শনিবার ভারতকে এ বারের অলিম্পিক্সের প্রথম পদক এনে দিয়েছেন।
রিও অলিম্পিক্সেও চানুকে ঘিরে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু চোটের কারণে রিও অলিম্পিক্সের লড়াই থেকে চানু ছিটকে গিয়েছিলেন। কোমরের চোটের কারণে একটা সময়ে তাঁর কেরিয়ারই শেষ হয়ে যেতে বসেছিল। সে সময়ে মানসিক ভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন চানু। এর পরেই তাঁকে মনোবিদের সাহায্যও নিতে হয়েছিল। সেখান থেকে তার এ দিনের সাফল্য একেবারে যেন সিনেমার গল্প। যে কোনও অ্যাথলিটের কাছেই চানুর এই লড়াই কিন্তু বড় অনুপ্রেরণা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।