বাংলা নিউজ > ময়দান > Richa in T20 WC Team of tournament: T20 বিশ্বকাপের সেরা দলে ভারতের একমাত্র রিচা! ২০২৪-তেও ICC-র বড় বাজি বাংলার মেয়ে

Richa in T20 WC Team of tournament: T20 বিশ্বকাপের সেরা দলে ভারতের একমাত্র রিচা! ২০২৪-তেও ICC-র বড় বাজি বাংলার মেয়ে

রিচা ঘোষ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

Richa Ghosh in T20 WC Team of tournament: এবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের সেরা দলে সুযোগ পেয়েছেন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার চারজন। ভারত থেকে আছেন একমাত্র রিচা ঘোষ। দক্ষিণ আফ্রিকার তিনজনও আছেন।

এবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দলে ভারত থেকে সুযোগ পেলেন মাত্র একজন - রিচা ঘোষ। সেরা দলে সর্বাধিক চারজন আছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার তিনজন খেলোয়াড় আছেন। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের দু'জন করে খেলোয়াড় বিশ্বকাপের সেরা একাদশে ঠাঁই পেয়েছেন। এবার বিশ্বকাপের সেরা একাদশ দেখে নিন -

  • তাজমিন ব্রিটস (দক্ষিণ আফ্রিকা): যত টি-টোয়েন্টি বিশ্বকাপ এগিয়েছে, তত নিজেকে মেলে ধরেন প্রোটিয়া তারকা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৫ রান করেন। বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ৫০ রান করেন। যে ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৮ রান করেন। মোট ১৮৬ রান করেন প্রোটিয়া তারকা। সাতটি ক্যাচ নেন।
  • অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া): এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচটি ইনিংসে ১৮৯ রান করেছেন। গড় ৪৭.২৫। সেমিফাইনাল এবং ফাইনালে বড় রান না পেলেও গ্রুপ পর্যায়ের ম্যাচে দুটি অর্ধশতরান করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৫ রান, বাংলাদেশের বিরুদ্ধে ৩৭ রান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ৫৪ রান করেন।
  • লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা): টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। করেন মোট ২৩০ রান। টানা তিনটি ম্যাচে অর্ধশতরান করেন। বাংলাদেশের বিরুদ্ধে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে অপরাজিত ৬৬ রান, সেমিফাইনালে ৫৩ রান এবং ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬১ রান করেন।
  • ন্যাট স্কিভার-ব্রান্ট (অধিনায়ক, ইংল্যান্ড): ২০২২ সালে যে ছন্দে ছিলেন, ২০২৩ সালেও সেটা ধরে রেখেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২১৬ রান করেছেন। গড় ৭২। স্ট্রাইক রেট ১৪১। এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন।
  • অ্যাশ গার্ডনার (অস্ট্রেলিয়া): এবার বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ১১০ রান করেছেন ২৫ বছরের অজি তারকা। নিয়েছেন ১০ উইকেট। গড় ১২.৫। শুধু যে রান করেছেন বা উইকেট নিয়েছেন, সেটা নয়। এমন সময় রান করেছেন বা উইকেট নিয়েছেন, যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে।
  • রিচা ঘোষ (ভারত): সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও এবার বিশ্বকাপের সেরা দলে আছেন ভারতীয় তারকা। এবার বিশ্বকাপে ১৩৬ রান করেছেন। গড় ৬৮। স্ট্রাইক রেট ১৩০.৭৬। পাঁচটি ক্যাচ নিয়েছেন। দুটি স্টাম্পিং করেছেন।

আরও পড়ুন: Jemimah on India's future: ভারতের সময় এলে কেউ রুখতে পারবে না, বছরের পর বছর শাসন করব, সেমির পর বললেন জেমিমা

  • সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড): বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার - বিশ্বকাপে সেই প্রত্যাশা পূরণ করেছেন। ১১ উইকেট নিয়ে এবার বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন। একটি ম্যাচেও তাঁকে খালি হাতে ফিরতে হয়নি।
  • করিশ্মা রামহারাক (ওয়েস্ট ইন্ডিজ): ক্যারিবিয়ানের বিশ্বকাপটা এবার দারুণ কেটেছে। তিনটি ম্যাচে পাঁচটি উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ৪.১৬। গড় ১০। ভারতের বিরুদ্ধে ১৪ রানে দু'উইকেট নেন ২৮ বছরের ফিঙ্গার স্পিনার।
  • শাবমিন ইসমাইল (দক্ষিণ আফ্রিকা): দেশের মাটিতে বিশ্বকাপে আটটি উইকেট পেয়েছেন। গড় ১৬.১২। ইকোনমি রেট ৫.৮৬। এবার বিশ্বকাপে যে বোলারদের ইকোনমি রেট ছয়ের নীচে ছিল, তাঁদের মধ্যে অন্যতম হলেন শাবনিম।
  • ডার্সি ব্রাউন (অস্ট্রেলিয়া): স্লোয়ার এবং কাটারের মাধ্যমে এবারের বিশ্বকাপে প্রতিপক্ষের ব্যাটারদের মাত দিয়েছেন। সাতটি উইকেট নিয়েছেন ১৯ বছরের অজি তারকা। ইকোনমি রেট ৪.৭৫।
  • মেগান শ্যুট (অস্ট্রেলিয়া): ধারাবাহিকতা এবং শ্যুট যেন সমার্থক হয়ে উঠেছে। এবার বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই উইকেট পেয়েছেন। মোট ১০ টি উইকেট নিয়েছেন। বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন ডানহাতি অজি পেসার।

দ্বাদশ খেলোয়াড়

ওরলা প্রেন্ডারগাস্ট (আয়ারল্যান্ড): বিশ্বকাপের মঞ্চে নিজের জাত চিনিয়েছেন তরুণ অলরাউন্ডার। ১০৯ রান করেছেন। নেন তিনটি উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭ রান করার পাশাপাশি ১৩ রানে এক উইকেট নেন। ভারতের বিরুদ্ধে ২২ রানে দুই উইকেট নেন আইরিশ খেলোয়াড়।

আরও পড়ুন: Richa Ghosh flop show in T20 WC SF: কিপিংয়ে জোড়া সুযোগ নষ্ট, একগুচ্ছ ডট বল খেলে চাপ বাড়ানো - সেমিতে চরম ফ্লপ রিচা

‘স্টার’ রিচা

কারা কারা ২০২৪ সালে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ আলোকিত করতে পারেন, তা নিয়ে আইসিসির তরফে পাঁচজনের তালিকা প্রস্তুত করা হয়েছে। তাতে ভারত থেকে আছেন একমাত্র রিচা।  

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গগৈদের ‘পুরনো’ ঘর! নয়া কাজিরাঙা কে বাজিমাত করবে? কার উপর সদয় হবেন ভোটাররা? IPL Points Table: SRH-কে হারিয়ে বিশেষ লাভ হল না RCB-র, সুবিধে হল KKR সহ অন্যদের ‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য

Latest IPL News

টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.