চিপকে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে বেশ বিপাকে ফেলে দেয় সিএসকে। মাত্র ১৪ রানে তিন উইকেট হারাতে হয় রোহিত শর্মার দলকে।
প্রথমে ক্যামেরন গ্রীন তুষার দেশপাণ্ডের বলে বোল্ড হয়ে ফিরে যান মাত্র ৬ রান করে। ওপেন করতে নামা আরও এক ব্যাটার ইশান কিষাণও দীপক চাহারের বলে ফিরে যান মাত্র ৭ রান করে। আর সেই ওভারেই বড় উইকেট তুলে নেন চেন্নাইয়ের চাহার। আর এই পিছনে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মহেন্দ্র সিং ধোনি। চাহারকে স্লো বল করার নির্দেশ দেন তিনি। উইকেটের একেবারে কাছে চলে আসেন তিনি। সেই মতো ফিল্ডিংও সাজিয়ে রেখেছিলেন। অদ্ভূত শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন রোহিত। ধোনির জালে পা দিয়ে ড্রেসিংরুমে ফিরে যান মুম্বই অধিনায়ক।
৩ বল খেলে ০ রানে ফিরে যান রোহিত। আর এই আউট হওয়ার সঙ্গে সঙ্গে লজ্জার রেকর্ড তৈরি করলেন ভারতীয় দলের অধিনায়ক। আইপিএলে সবচেয়ে বেশি ০ রানে ফেরার নজির গড়লেন 'হিটম্যান।' এই নিয়ে আইপিএলে ১৬ বার খাতা না খুলেই ফিরলেন তিনি। রোহিতের পরেই রয়েছেন দীনশ কার্তিক। ভারতীয় দলের এই সিনিয়র ক্রিকেটার তাঁর আইপিএল কেরিয়ারে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। অধিনায়কত্বও করেছেন তিনি। সেই দীনেশ কার্তিক আইপিএলে ১৫ বার শূন্য রানে ফিরেছেন।
রোহিত এবং দীনেশ কার্তিক ছাড়াও এই তালিকায় নাম রয়েছে কলকাতা নাইট রাইডার্সের দীর্ঘ দিনের সদস্য সুনীল নারিনের। একটা সময় কেকেআরের হয়ে ওপেন করতে দেখা যেন ক্যারিবিয়ান তারকাকে। সেই ক্যারিবিয়ান ক্রিকেটার নারিন আইপিএলে ১৫ বার ব্যাট করতে নেমে খাতা খুলতে না পেরেই ফিরে গিয়েছেন। ঠিক তারপরই রয়েছে কেকআরের খেলা আরও এক ক্রিকেটার মনদীপ সিং। তিনিও ১৫ বার ব্যাট করতে নেমে কোনও রান না করেই আউট হয়ে ফিরে এসেছেন।
তবে হিটম্যানের থেকে এমন নজির আশা করেননি মুম্বইয়ের সমর্থকরা। কারণ রোহিত যেমন খুব ভালো একন ক্রিকেটার, ঠিক তেমনই খুব ভালো অধিনায়কও বটে। বর্তমানে ভারতীয় দলের অধিনায়কত্বও পালন করছেন তিনি। সিনিয়র এই ক্রিকেটারের এমন নজির স্বাভাবিক ভাবেই কিছুটা হলেও অস্বস্তিতে ফেলল বলা চলে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।