বাংলা নিউজ > ময়দান > SA vs BAN: মুড়ি-মুড়কির মতো উইকেট তুললেন মহারাজ, ৮০ রানে অল-আউট হয়ে টেস্ট হারল বাংলাদেশ

SA vs BAN: মুড়ি-মুড়কির মতো উইকেট তুললেন মহারাজ, ৮০ রানে অল-আউট হয়ে টেস্ট হারল বাংলাদেশ

বাংলাদেশকে হারাল দক্ষিণ আফ্রিকা। ছবি- এএফপি (AFP)

দুই টেস্টের সিরিজে মেমিনুলদের হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দেখে একবারের জন্য মনে হয়নি পোর্ট এলিজাবেথের বাইশগজে এমন কোনও জুজু রয়েছে। তবে বাংলাদেশ ব্যাট করতে নামতেই বদলে গেল ছবি। বাংলাদেশের ব্যাটসম্যানদের আউট হওয়ার মিছিল দেখে মনে হচ্ছিল বুঝি তাঁদের দেশে ফেরার তাড়া রয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে রীতিমতো আত্মসমর্পণ করে হার মানে বাংলাদেশ। জয়ের জন্য ৪১৩ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ৮০ রানে। ৩৩২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। কেশব মহারাজ শেষ ইনিংসে একাই নেন ৭ উইকেট।

দ্বিতীয় টেস্টে জয়ের সুবাদে প্রোটিয়ারা ২ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশকে। উল্লেখ্য, ডারবানের প্রথম টেস্টে বাংলাদেশকে ২২০ রানের বড় ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার ৪৫৩ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২১৭ রানে। দ্বিতীয় দফায় দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ১৭৬ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। শেষ ইনিংসে মাত্র ২৩.৩ ওভারে বাংলাদেশ অল-আউট হয়ে যায়।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে লিটন দাস ২৭, মেহেদি হাসান ২০, তামিম ইকবাল ১৩ রান করেন। খাতা খুলতে পারেননি মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলি, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন। নাজমুল ৭, মোমিনুল ৫ ও মুশফিকুর ১ রান করে আউট হন। কেশব মহারাজ ১২ ওভারে ৪০ রানের বিনিময়ে ৭টি উইকেট দখল করেন। ৩৪ রানে ৩ উইকেট নেন সাইমন হার্মার।

দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট নেওয়া ছাড়াও প্রথম ইনিংসে ৮৪ রান করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন কেশব মহারাজ। দুই টেস্টে ১০৮ রান ও ১৬টি উইকেট সংগ্রহ করে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও হাতে তোলেন মহারাজ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন