বাংলা নিউজ > ময়দান > IND W vs BAN W: 'অপমান' করেছেন হরমন, 'যা বলেছে, সেটা মুখেও আনা যাবে না', বিস্ফোরক বাংলাদেশের ক্যাপ্টেন

IND W vs BAN W: 'অপমান' করেছেন হরমন, 'যা বলেছে, সেটা মুখেও আনা যাবে না', বিস্ফোরক বাংলাদেশের ক্যাপ্টেন

উইকেট ভেঙে দেওয়ার মুহূর্ত।

আউট হয়ে যাওয়ার পর রাগের মাথায় উইকেট ভেঙে দেন হরমনপ্রীত। ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক বলেই দিলেন, একেবারেই ঠিক করেননি হরমন।

শনিবার বাংলাদেশের মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ এবং নির্ণায়ক ম্যাচ খেলতে নামে ভারত ও বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা। তিনটি একদিনের ম্যাচের সিরিজে দুই দলই একটি করে ম্যাচ জেতে। ফলে সিরিজ জিততে মরিয়া ছিল দুই জলই। অবশ্য সেই ম্যাচ ড্র হয়ে যায়। ম্যাচে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটে। ম্যাচ নিয়ে আলোচনার পরিবর্তে পুরো ফোকাস হরমনপ্রীত কৌরের স্টাম্প ভেঙে ফেলার দিকে চলে গিয়েছে। ভারতীয় মহিলা দলের সহ অধিনায়ক স্মৃতি মন্ধনা তাঁর অধিনায়কের স্বপক্ষে কিছু যুক্তি দিলেও বাংলাদেশের অধিনায়ক এই ম্যাচে হরমনপ্রীতের আচরণের সমালোচনা করেছেন।

এ দিনের ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ২২৬ রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত। ভারতীয় ব্যাটিং লাইন আপ শুরুর দিকে কিছুটা ব্যর্থ হলেও তারপরে পরিস্থিতি সামাল দেয়। জেতার অনেক কাছাকাছি চলে আসে ভারতীয় মহিলা দল। তবে ফের কয়েকটি উইকেট পর পর পড়ে যেতে অবস্থা বদলে যায়। সেই সময় ৩৪তম ওভারে নাহিদা আখতারের বলে এলবিডব্লিউ হন ভারতের অধিনায়ক হরমনপ্রীত। তবে তারা আউট নিয়ে একটা প্রশ্ন থেকে গিয়েছে।

মাঠে আম্পায়ারদের সিদ্ধান্ত জানার পর ভারত অধিনায়ক তৃপ্ত হয়ে উইকেট ব্যাট দিয়ে ভেঙে দেন। আম্পায়ারদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। ম্যাচের পর, হরমনপ্রীত আম্পায়ারদের কটাক্ষ করে বলেন, ‘এই ম্যাচ থেকে ক্রিকেট ছাড়াও অনেক কিছু শেখার আছে। এখানে যেমন ধরনের আম্পায়ারিং হয়েছে তাতে আমরা খুব অবাক হয়েছি। পরের বার যখনই আমরা বাংলাদেশে আসব, আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এই ধরনের আম্পায়ারিং মোকাবিলা করতে হবে। সেই অনুযায়ী নিজেদেরকে তৈরিও রাখতে হবে।’

ইএসপিএন ক্রিকইনফোর একটি প্রতিবেদন অনুসারে জানা গেছে ভারতীয় অধিনায়ক এতটাই ক্ষিপ্ত ছিলেন যে তিনি আম্পায়ারদের বাংলাদেশের জাতীয় দলে যোগ দেওয়ার কথা বলে বসেন। তিনি মন্তব্য করেন বোঝাই যাচ্ছে আম্পায়াররা বাংলাদেশ দলের অংশ। এই মন্তব্যে অপমানিত হয়ে, নিগার বিসিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে ক্রিকেটারদের সঙ্গে নিয়ে ম্যাচ পরবর্তী অনুষ্ঠান ছেড়ে চলে যান। এই বিষয়ে বাংলাদেশের অধিনায়ক নিগার বলেন, ‘এটা সম্পূর্ণই ওর সমস্যা। এখানে আমার কিছুই করার নেই। একজন ক্রিকেটার হিসেবে, হরমন আরও ভালো আচরণ দেখাতে পারতো। আমি বলতে পারব না ওর সঙ্গে কি হয়েছে। কিন্তু দলের সঙ্গে সেখানে আমার থাকাটা ঠিক বলে মনে হয়নি। ক্রিকেট শৃঙ্খলা এবং সম্মানের খেলা। ওখানে পরিবেশ সঠিক ছিল না। সেজন্যই আমরা চলে যাই।’

আম্পায়ারিংয়ের বিষয়ে তিনি বলেন, ‘যদি ও আউট না হতো তাহলে আম্পায়াররা ওকে আউট দিত না। আমাদের দেশ থেকে আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটে আম্পায়ার আছে। স্বাভাবিকভাবেই ওরা যথেষ্ট দক্ষতা সম্পন্ন আম্পায়ার। তাহলে ভারত ম্যাচে হওয়া ক্যাচ এবং রান আউট এর সম্পর্কে কি বলবে। আমরা আম্পায়ারদের সিদ্ধান্তকে সম্মান করি। সেই সিদ্ধান্ত আমাদের পছন্দ হোক বা না হোক। তাদের সিদ্ধান্তই সবসময় চূড়ান্ত।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

এবারের মতো আইপিএল থেকে বিদায় CSK-র, লম্বা লাফ দিয়ে এলিমিনেটরে কোহলিরা পাক সেনার ৯ গুলি খেয়েও হার মানেনি! চান্দু চ্যাম্পিয়নের বায়োপিকে কার্তিক আরয়ান রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন? HT-তে মুখ খুললেন প্রিয়াঙ্কা CAA-র অধীন নাগরিকত্ব প্রাপ্ত পাকিস্তানি শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ মোদীর গ্রেফতার বিভব! আপ বলছে 'ভুয়ো মামলা', দল 'U Turn' নিয়েছে-ক্ষোভ স্বাতীর বিজেপির প্রকল্পে ১,১৪০ কোটি টাকার ক্ষতি! নিজের সরকারকেই অভিযুক্ত করলেন মন্ত্রী ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা, এই বছরেই সই হবে চুক্তি জুতো ছিঁড়তে নিজেই সেফটিপিন দিয়ে করলেন ঠিক, 'মাটির মানুষ' মমতায় আপ্লুত নেটপাড়া উপহারের নামে প্রতারণা! ইনস্টাগ্রামে ভাই সেজে ২ লক্ষ টাকা ঠকিয়ে নিল ব্যক্তি

Latest IPL News

রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.