শুভব্রত মুখার্জি: অপ্রত্যাশিত জয় ছিনিয়ে নিয়েছে নামিবিয়া। মাত্র কয়েকমাস আগেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া দল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল নামিবিয়া। প্রথম ম্যাচেই ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়নদের কার্যত উড়িয়ে দিয়েছে নামিবিয়া। তাদের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন জ্যান ফ্রেইলিঙ্ক। প্রথমে ব্যাট হাতে ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পরে বল হাতেও তিনি নিয়েছেন দুটি উইকেট। ম্যাচের সেরা নির্বাচিত হওয়ার পরে ফ্রেইলিঙ্ক জানিয়ে দিলেন এই মুহূর্তে এই জয় তাঁকে বাকরুদ্ধ করে দিয়েছে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তাঁর বক্তব্য, 'এই মুহূর্তে আমি একেবারে বাকরুদ্ধ হয়ে গিয়েছি। আমরা যা অর্জন করতে সক্ষম হয়েছি, সেটা যে করব, সেটা ভাবিনি। এই মুহূর্তে দাঁড়িয়ে বিষয়টি ভাবলেই আমার মধ্যে উত্তেজনার সঞ্চারণ হচ্ছে। জেজে (স্মিট) ব্যাট করতে নেমে পরপর কয়েকটি বাউন্ডারি মেরে আমার উপর থেকে চাপটা অনেকটাই কমিয়ে দেয়। এরপর আমি এবং জেজে মিলে দলকে একটা লড়াইয়ের মতো স্কোরে পৌঁছে দিই। এরপরে বোলাররা অসাধারণ বোলিং করেছে। ২২ গজে বল কখনও বল আস্তে এসেছে, নীচু হয়েছে, আবার কখনও বল বাউন্স বেশি করেছে। তবে এটা ছাড়া মোটামুটিভাবে উইকেট খারাপ খেলেনি। তবে আমাদের বোলাররা পরিকল্পনামাফিক বল করেছে। ভালো লেন্থে বল করেছে। ওদের ব্যাটারদেরকে ভুল করতে বাধ্য করেছে।'
প্রসঙ্গত সাইমন্ডস স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় চাপে পড়ে যায় নামিবিয়া। ৯৩ রানে ছয় উইকেট হারায় তারা। এরপরেই তাদেরকে লড়াইতে ফেরান ফ্রেইলিঙ্ক এবং জেজে স্মিট। দু'জনে জুটি বেঁধে ৩৮ বলে ৭০ রান তোলেন। দলকে ২০ ওভার শেষে পৌঁছে দেন সম্মানজনক ১৬৩ রানে। এরপরে রান তাড়া করতে নেমে লঙ্কান টপ অর্ডারেরও এক দশা হয়। টপ অর্ডারের ব্যর্থতায় একটা সময় স্কোর দাঁড়ায় ২১ রানে ৩ উইকেট। সেখান থেকে ভানুকা রাজাপক্ষে এবং দাসুন শানাকা জুটি বেঁধে দলকে টানার চেষ্টা করেন। রাজাপক্ষ ২০ রান করেন। শানাকা আউট হন ২৯ রানে। এরপর ফের ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় শ্রীলঙ্কা। মাত্র ১৯ ওভারেই ১০৮ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে ৫৫ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় নামিবিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।