যুজবেন্দ্র চাহালের থেকে কিনা ব্যাটিং শিখছেন সূর্যকুমার যাদব। কঠিন উইকেট হোক বা ৩৬০ ডিগ্রি খেলা - সব পিচেই নাকি চাহালের থেকে ব্যাটিংয়ের টিপস নেন। মজার ছলে এমনই বললেন ভারতীয় দলের তারকা ‘স্কাই’ (SKY)। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইটে আড্ডা দিতে থাকেন সূর্য, চাহাল এবং কুলদীপ যাদব। তারইমধ্যে সূর্যকে উদ্দেশ্য করে চাহাল বলেন, ‘তুমি যেভাবে ৩৬০ ডিগ্রি খেল, সেটা তোমায় তো শিখিয়েছি। এই উইকেটে তো আমার ব্যাটিং দেখে খেলেছ, আমায় অনুসরণ করেছ। লাল বলে আমার ব্যাটিংয়ের ভিডিয়ো দেখেছিলে তো?’
চাহালের সেই কথা শুনে হাসতে থাকেন সূর্য। তারইমধ্যে তিনি বলেন, ‘আসলে শেষ টি-টোয়েন্টি সিরিজে তুমি যেমন আমায় শিখিয়েছিলে, আজ ওরকমভাবেই খেলার চেষ্টা করেছি। আমি চাইব যে তুমি আমায় ব্যাটিং শেখাতে থাক। কীভাবে আমি আরও উন্নতি করব, সেটা শিখতে চাই তোমার থেকে। দর্শকরা মন দিয়ে শুনুন। একেবারে ঠাট্টা ভাববেন না। এ ব্যাটিং কোচ আমার। আমায় সব শেখায়।’
ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ
রবিবার লখনউয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। কঠিন পিচে প্রথমে ব্যাট করে আট উইকেটে ৯৯ রান তোলে নিউজিল্যান্ড। সর্বোচ্চ অপরাজিত ১৯ রান করেন অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতের হয়ে দুটি উইকেট পান আর্শদীপ সিং। দু'ওভারে রান দেন। একটি উইকেট পান হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, চাহাল এবং দীপক হুডা।
আরও পড়ুন: IND vs NZ: সূর্যের শেষ পর্যন্ত থাকাটা জরুরি ছিল- নিজের রানআউট প্রসঙ্গে মুখ খুললেন ওয়াশিংটন
সেই রান তাড়া করতে নেমে চরম বিপাকে পড়ে গিয়েছিল। কঠিন পিচে রানই উঠছিল না। শেষপর্যন্ত সূর্য এবং হার্দিক পান্ডিয়ার হাত ধরে জিতে গিয়েছে ভারত। গত বছর যে সূর্যের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্ট্রাইক রেট প্রায় ২০০ ছিল, তিনি ৩১ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত এক বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় ভারত। হার্দিক ২০ বলে অপরাজিত ১৫ রান করেন। নয় বলে ১০ রান করেন ওয়াশিংটন। ১১ রান করেন শুভমন গিল। ৩২ বলে ১৯ রান করেন ইশান কিষান। ১৮ বলে ১৩ রান করেন রাহুল ত্রিপাঠি। ম্যাচের সেরা হয়েছেন সূর্য।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।