জমে উঠেছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ম্যাচ। ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করার পর দুরন্ত ইনিংস খেলে ইংল্যান্ড। চার দিনের শেষে অস্ট্রেলিয়া এখনো ৬১ রানের পিছিয়ে রয়েছে। একটা সময় মনে করা হচ্ছিল তাড়াতাড়ি অলআউট হয়ে যাবে অজি বাহিনী। ম্যাচ যেতে চলেছে ইংল্যান্ডের পকেটে। কিন্তু সেই সময় অস্ট্রেলিয়ার হয়ে হাল ধরেন তারকা ব্যাটার মানার্স ল্যাবুশান। ১১১ রানের ম্যাচ বাঁচানোর ইনিংস খেলে যান তিনি। এই ইনিংস খেলার সময় বল দেখতে চাওয়া নিয়ে ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। দিনের খেলা শেষ হওয়ার পরে সাংবাদিক সম্মেলনে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে মানার্স বলেন, আমি বল দেখতে চাওয়ায় ওরা খুশি ছিল না। বলের অবস্থার সম্পর্কে ওয়াকিবহাল থাকা ইনিংসে অনেকটা সাহায্য করে।
অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খোয়াজা ও ডেভিড ওয়ার্নার তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পর নামেন মানার্স। তিনি এক প্রান্ত থেকে ধরে ফেলার চেষ্টা চালালেও অন্যপ্রান্ত থেকে উইকেট হারাতে শুরু করে অস্ট্রেলিয়া। শেষমেষ তিনি যখন আউট হন নামের পাশে ১১১ রান যোগ করে ফেলেছেন। এর সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়াকে নিশ্চিত হারের মুখ থেকে তুলে আনেন। ১৭৩ বলের দীর্ঘ ইনিংসে মেরেছেন ১০টি চার এবং দুটি ছয়। এই সময়ে বল নিয়ে কিছুটা বিতর্কে জড়িয়ে পড়েন ল্যাবুশান ও ইংল্যান্ডের অধিনায়ক বেন। ইংল্যান্ড বল নিয়ে কিছু অভিযোগ জানাতে থাকে আম্পায়ারের কাছে তখন বল বদল করা হয়। সেই সময় মানার্স বল দেখতে চান। তা নিয়ে ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে বচসায় জড়ান তিনি।
এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে তারকা অজি ব্যাটারকে জিজ্ঞাসা করা হলে তিনি হেসে বলেন, 'আমার বল দেখতে চাওয়ার বিষয়ে ওরা খুশি হয়নি। আমি বল দেখতে চেয়েছিলাম কারণ এই দেশে বলের সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা খুব দরকার। বলের সম্পর্কে ওয়াকিবহাল থাকলে নিজের ইনিংস গোছানোর ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাওয়া যায়। কি খেলতে হবে সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকে। তার আগের একটা বল খুব সুইং হয়ে আমার কাছে এসেছে। বল দেখতে চাওয়ায় বেন আমাকে বলে বল দেখতে চাইছো কেন ওরা এই বিষয়ে খুব খুশি ছিল না। ওটা একদম নতুন বল ছিল না কিন্তু একটা নতুন বল তাই আমি ওটা দেখতে চেয়েছিলাম।'
অন্যদিকে এই ম্যাচে আম্পায়ারিং নিয়েও অভিযোগ উঠেছে। এই ম্যাচে মাঠে আম্পেয়ারের দায়িত্ব সামলাচ্ছেন ভারতীয় আম্পায়ার নীতিন মেনন। মাঠে দাঁড়িয়ে তার বিভিন্ন সিদ্ধান্তের আগেও সমালোচিত হয়েছেন। এবার আরও একবার সমালোচনার মুখে পড়েছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।