শুভব্রত মুখার্জি: সম্প্রতি বাংলাদেশে ভারতীয় মহিলা দলের সফর নিয়ে কম জলঘোলা হয়নি। সেই জলঘোলার রেশ যেন এখনও কাটতে চাইছে না কিছুতেই। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খারাপ আম্পায়ারিংয়ের অভিযোগ তুলে মাঠেই মেজাজ হারান হরমনপ্রীত কৌর। ব্যাট দিয়ে সজোরে মেরে ভেঙে দেন উইকেট। খেলা শেষেও বাংলাদেশ দল এবং আম্পায়ারদের কটাক্ষ করতে ছাড়েননি তিনি। যৌথ ফটোসেশনে বাংলাদেশ দলকে আম্পায়ারদেরকেও ডেকে আনতে বলেন তিনি। তাঁর এই অপমান সহ্য করতে না পেরে ফটোসেশনের মাঝপথেই চলে গিয়েছিল বাংলাদেশ দল। মাঠে এই অশোভন আচরণ করার কারণে আইসিসির শাস্তির কোপেও পড়েছেন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। তবে ঘটনা এখানেই থেমে থাকছে না। যা শোনা যাচ্ছে এবার বিসিসিআই সভাপতি রজার বিনি এবং ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি অর্থাৎ এনসিএর প্রধান ভিভিএস লক্ষ্মণের প্রশ্নের মুখে পড়তে চলেছে হরমনপ্রীত কৌর।
আইসিসি হরমনপ্রীত কৌরকে খারাপ আচরণের জন্য ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেছে। পাশাপাশি তাঁকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধও করা হয়েছে।ভারতীয় বোর্ডের তরফে এই শাস্তির বিরুদ্ধে আইসিসির কাছে কোনও রকম আবেদনও করা হচ্ছে না। এমন আবহে বোর্ড সেক্রেটারি জয় শাহ বৃহস্পতিবার জানিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে হরমনপ্রীত কৌরের রাগের এমন বহিঃপ্রকাশের কারণ জানতে এবার তাঁকে রজার বিনি ও ভিভিএস লক্ষ্মণের প্রশ্নের সম্মুখীন হতে হবে। জয় শাহ দিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ সফরে তৃতীয় ওয়ানডে চলাকালীন হরমনপ্রীত কৌর কী কারণে ক্ষোভে ফেটে পড়েছিলেন সেই বিষয়ে তাঁকে রজার বিনি ও ভিভিএস লক্ষ্মণের প্রশ্নের সম্মুখীন হতে হবে।’
প্রসঙ্গত হরমনপ্রীত কৌরকে তৃতীয় ওয়ানডেতে আম্পায়ার আউট দেওয়ার পরেই তিনি মাথা ঠান্ডা রাখতে পারেননি। ব্যাট দিয়ে সজোরে মেরে স্ট্যাম্প ভেঙে দেন। প্যাভিলিয়নে যাওয়ার সময়ে আম্পায়ারের দিকে আঙুল তুলে কিছু বলতেও দেখা যায় তাঁকে। যার রেশ গড়ায় ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ফটোসেশনেও। এরপরেই আইসিসির শাস্তির কোপে পড়েছেন হরমনপ্রীত কৌর। দুই ম্যাচের নিষেধাজ্ঞার ফলে হাংঝাউতে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসের প্রথম দুই ম্যাচেও খেলা হবে না তাঁর। মাঠে খারাপ আচরণের জন্য প্রাক্তন এবং বর্তমান একাধিক ক্রিকেটারের সমালোচনা শুনতে হয়েছে হরমনপ্রীত কৌরকে। অনেকেই মনে করেন অধিনায়ক হয়েও হরমনপ্রীত কৌরের এই আচরণ যেমন ব্যক্তিগতভাবে তাঁকে খারাপ ভাবে তুলে ধরেছে তেমন ভারতের ভাবমূর্তিও নষ্ট হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।