শুভব্রত মুখার্জি: শেষ কয়েকদিনে ভারতের সঙ্গীত জগত একের পর এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সুরসম্রাট বাপ্পি লাহিড়িকে হারিয়েছে ভারতীয় সঙ্গীত জগত। তবে তারা যে শুধু মাত্র ভারতীয় সঙ্গীত জগত নন গোটা বিশ্বের বিশেষত ভারতীয় উপমহাদেশের সঙ্গীত জগতেও সমানভাবে জনপ্রিয় ছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। কার্যত সেই কথার প্রমানস্বরূপ সদ্য প্রয়াত উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ বাপ্পি লাহিড়িকে সম্মান জানানো হল বাংলাদেশ প্রিমিয়র লিগের (বিপিএল) তরফে।
আজ অর্থাৎ বুধবার মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলতি বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথম ইনিংসের শেষের দিকে মাঠের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে বাপ্পি লাহিড়ির ছবি। পাশেই লেখা ছিল শ্রদ্ধাঞ্জলি সংবলিত বার্তা। বাপ্পি লাহিড়ি কার্যত জড়িয়ে রয়েছেন বিপিএলের ইতিহাসের সঙ্গে।
প্রসঙ্গত বিপিএলের সর্বপ্রথম আসরের থিম সংয়ের সুর করেছিলেন বাপ্পি লাহিড়ি। ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি বিপিএলের প্রথম আসরে 'এলো এলো শুরু হল বাংলাদেশ প্রিমিয়র লিগ' শিরোনামের এই গানটি উদ্বোধনী অনুষ্ঠানে গাওয়া হয়েছিল। সমবেতভাবে সেই গানে গলা মিলিয়েছিলেন বাংলাদেশের কুমার বিশ্বজিত, ভারতের শান এবং স্বয়ং বাপ্পি লাহিড়ি। পরবর্তীতে একাধিক বিপিএল আসরেও বাপ্পি লাহিড়ি জড়িয়ে ছিলেন। উল্লেখ্য মঙ্গলবার রাতে ৬৯ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ি। তিনি মাসখানেক ধরে হাসপাতালে ভর্তিও ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তৈরি হওয়া 'হাজার বছর পরে আবার এসেছি ফিরে বাংলার বুকে আছি দাঁড়িয়ে' গানটির সুর করেছিলেন বাপ্পি লাহিড়ী। ওপার বাংলার অপর কিংবদন্তি শিল্পী আবদুল জাব্বারের কণ্ঠে যে গান অন্যমাত্রা পেয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।