জয়ের আনন্দে নিজের মর্যাদা ভুলে যেতে বসেছিলেন পাকিস্তানের প্রাক্তন তারকা শাহিদ আফ্রিদি। ম্যাচ শেষে মহিলা আম্পায়ারকে জড়িয়ে ধরতে যাচ্ছিলেন এই তারকা। পরে নিজের ভুল বুঝতে পেরে এই লজ্জাজনক কাজ করার আগে পিছিয়ে আসেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লিজেন্ডস লিগ ক্রিকেটের তৃতীয় আসর। লিগের প্রথম ম্যাচটি ১০ মার্চ ইন্ডিয়া মহারাজা এবং এশিয়া লায়ন্সের মধ্যে খেলা হয়েছিল।
এই ম্যাচে শাহিদ আফ্রিদির দল এশিয়া লায়ন্স ভারত মহারাজাকে ৯ রানে হারিয়েছে। ম্যাচ জয়ের আনন্দে অধিনায়ক শাহিদ আফ্রিদি বড় ভুল করতে বসেছিলেন। যার ভিডিয়ো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। আসলে শাহিদ আফ্রিদি ভুল করে লেডি আম্পায়ারকে জড়িয়ে ধরতে যাচ্ছিলেন।
আরও পড়ুন… IND vs AUS: ৯ রান করার পরেই সচিন-দ্রাবিড়-লক্ষ্মণদের ক্লাবে নাম লেখালেন পূজারা
শাহিদ আফ্রিদির নেতৃত্বে ধুমধাম করে লিজেন্ডস লিগ ক্রিকেট শুরু করেছে এশিয়া লায়ন্স। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এশিয়া লায়ন্স স্কোর বোর্ডে ১৬৫ রান তুলেছিল। লক্ষ্য তাড়া করতে নেমে ইন্ডিয়া মহারাজার দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে সক্ষম হয়।
অধিনায়ক গৌতম গম্ভীর ছাড়া আর কোনো ব্যাটসম্যানই ক্রিজে থাকতে পারেননি। আর ভারত মহারাজাকে প্রথম ম্যাচে হারতে হয়েছিল। ভারতের মহারাজাকে পরাজিত করার পর দারুণ খুশি হয়েছিলেন এশিয়া লায়ন্সের অধিনায়ক শাহিদ আফ্রিদি। জয়ের পর প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংকে জড়িয়ে ধরেন শাহিদ আফ্রিদি।
আরও পড়ুন… ভিডিয়ো: কোথায় বল-কোথায় উইকেট! তাও গিলের আউট না দেওয়ায় চটলেন লিয়ন-স্মিথ! চলল নাটক
এরপরেই শাহিদের সামনে চলে আসেন মহিলা আম্পায়ার। ম্যাচ জেতার আনন্দে মাঠের মহিলা আম্পায়ারকে আলিঙ্গন করতে এগিয়ে যান শাহিদ আফ্রিদি। কিন্তু তারপর হঠাৎ করেই নিজের ভুল বুঝতে পারেন তিনি। আম্পায়র যে একজন মহিলা সেটি বুঝেই পিছিয়ে যান আফ্রিদি। সেই মুহূর্তে মহিলা আম্পায়ারের সঙ্গে শুধু করমর্দন করেন তিনি। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হতে শুরু করেছে।
ম্যাচের কথা বললে, এশিয়া লায়ন্স প্রথমে ব্যাট করতে গিয়ে ইন্ডিয়া মহারাজার সামনে ফ্যাকাশে দেখাচ্ছিল। কিন্তু মিসবাহ-উল-হকের ৭৩ রানের ইনিংসের দৌলতে দল এশিয়া লায়ন্স ১৬৫ রান তুলতে সক্ষম হয়। কাগজে কলমে ভারত মহারাজার ব্যাটিং শক্তিশালী দেখালেও গৌতম গম্ভীর ছাড়া আর কেউই ক্রিজে টিকে থাকতে পারেননি। গৌতম গম্ভীর ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। ইন্ডিয়া মহারাজার ইনিংস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানেই থেমে যায়। বিপক্ষ এশিয়া লায়ন্সের বোলার সোহেল তানভীর এই ম্যাচে নিয়েছেন ৩টি উইকেট। ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন মিসবা উল হক।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।