দু'ম্যাচে ২টি হাফ-সেঞ্চুরি। চলতি বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট সিং। গ্রুপের প্রথম দু'টি ম্যাচে ঝাড়খণ্ডকে জেতাতে মুখ্য ভূমিকা নিলেন ক্যাপ্টেন নিজে।
সিকিমের বিরুদ্ধে প্রথম ম্যাচে দলের হয়ে সব থেকে বেশি ৭৫ রান করেছিলেন বিরাট। এবার অসমের বিরুদ্ধে ৫০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। ৬৩ বলের ইনিংসে ৪টি চার মারেন বিরাট সিং।
যদিও অসমের বিরুদ্ধে ঝাড়খণ্ডের ৮ উইকেটের বিশাল জয়ে বল হাতে উল্লেখযোগ্য অবদান রাখেন বিবেকানন্দ তিওয়ারি। ব্যাট হাতে দলনায়ককে যোগ্য সঙ্গত করেন উৎকর্ষ সিং।
ইডেনে এলিট বি-গ্রুপের ম্যাচে টস জিতে অসমকে শুরুতে ব্যাট করতে পাঠায় ঝাড়খণ্ড। ৩৯.৪ ওভারে অসম ১৬৩ রানে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সব থেকে বেশি ৩৬ রান করেন শিবশঙ্কর রায়। এছাড়া রাজ্জাকউদ্দিন আহমেদ করেন ২৭ রান। রিয়ান পরাগ ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ১৪ রান করেন।
বিবেকানন্দ তিওয়ারি ১০ ওভারে ৪২ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ২০ রানে ২টি উইকেট নেন রাহুল শুক্লা। ১টি করে উইকেট দখল করেন উৎকর্ষ সিং, বিকাশ সিং, শাহবাজ নদিম ও অনুকূল রায়।
পালটা ব্যাট করতে নেমে ঝাড়খণ্ড ৩৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তুলে ম্যাচ জিতে যায়। বিরাটের হাফ-সেঞ্চুরির পাশাপাশি ব্যক্তিগত অর্ধশতরান করেন উৎকর্ষ। তিনি ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৩ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন। সৌরভ তিওয়ারি নট-আউট থাকেন ১৬ রান করে।
অসমের হয়ে ১টি করে উইকেট নেন মুখতার হুসেন ও অভিনব চৌধুরী। রিয়ান ১০ ওভারে ৩৯ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি।