দিল্লি টেস্টে তাঁকে বিতর্কিতভাবে আউট দিয়েছিলেন আম্পায়ার নীতিন মেনন। সেই সিদ্ধান্তে রীতিমতো চটেছিলেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। সেইসময় কিছু না বললেও আমদাবাদ টেস্টে আম্পায়ারকে খোঁচা দিতে ছাড়লেন না বিরাট কোহলি। ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) ‘আম্পায়ার্স কল’-র সুবাদে অস্ট্রেলিয়ান ব্যাটার ট্র্যাভিস হেড বেঁচে যাওয়ার পর বিরাট বললেন, 'যদি আমি হতাম, তাহলে নিশ্চিতভাবে আউট দেওয়া হত।' যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ঘটনাটি ঠিক কী হয়েছিল?
৩৪.৪ ওভারে লেগস্টাম্পের লাইনে ফুল বল করেন অশ্বিন। অনসাইডে খেলার চেষ্টা করেন হেড। তবে হেডের ব্যাটে লাগেনি বল। বরং বল প্যাডে আছড়ে পড়ে। জোরালো আবেদন করেন অশ্বিন। তবে আউট দেননি। রিভিউ নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রিভিউয়ে দেখা যায়, লেগস্টাম্পে বল লাগছে। তবে বলের অর্ধেকের বেশি অংশ স্টাম্পে না লাগায় ‘আম্পায়ার্স কল’ হয়ে যায়। আর অনফিল্ড নট-আউট না দেওয়ায় বেঁচে যান হেড।
আরও পড়ুন: IND vs AUS: রোহিতকে ‘বাঁচালেন’, অতীতে কোহলিকে আউট দিয়েছিলেন, বিতর্কে জড়ালেন নীতিন মেনন
সেই রিভিউ দেখার পরই আম্পায়ার নীতিন মেননের উদ্দেশ্যে হিন্দিতে কিছু বলতে থাকেন বিরাট। যা স্টাম্প মাইকে ধরা পড়ে। বিরাট বলেন, 'যদি আমি হতাম, তাহলে নিশ্চিতভাবে আউট দেওয়া হত।' বিরাটের সেই কথায় হাসতে থাকেন অনফিল্ড আম্পায়ার মেনন। হেসেই আঙুল তুলে দেন তিনি। তারপর ‘থাম্বস আপ’-ও দেখান। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
উল্লেখ্য, দিল্লি টেস্টের প্রথম ইনিংসে বিরাটকে বিতর্কিতভাবে আউট দিয়েছিলেন নীতিন। যে পিচে ভারতের অন্যান্য ব্যাটাররা সমস্যায় পড়ছিলেন, সেখানে জমাট ইনিংস খেলছিলেন বিরাট। কিন্তু ভারতের ইনিংসে ৪৫ তম ওভারে বিরাটকে এলবিডব্লুউ দিয়েছিলেন। সঙ্গে-সঙ্গে ডিআরএস নিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট। রিভিউ নিয়েছিলেন বিরাট। কিন্তু অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত পালটানো হয়নি। আউটের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছিল।
তবে বিশেষজ্ঞদের দাবি ছিল, স্পষ্টতই ব্যাটে আগে বল লেগেছে। কীভাবে এরকম ভুল হল? সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তুমুল আক্রমণের মুখে পড়েছিলেন নীতিন। নেটিজেনরা দাবি করতে থাকেন, একটা সময় যেমন স্টিভ বাকনারের ভুল সিদ্ধান্তের শিকার হতে হয়েছিল সচিন তেন্ডুলকরকে, এখন নীতিনের ভুলের জেরে বিরাটের বড় ইনিংস হাতছাড়া হচ্ছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।