বাংলা নিউজ > ময়দান > India in WTC Final 2023: লাঞ্চের পরে মাঠে নেমে মিলল WTC ফাইনালের খবর! উচ্ছ্বাস ভারতের, হ্যান্ডশেক বিরাটের

India in WTC Final 2023: লাঞ্চের পরে মাঠে নেমে মিলল WTC ফাইনালের খবর! উচ্ছ্বাস ভারতের, হ্যান্ডশেক বিরাটের

সতীর্থদের শুভেচ্ছা বিরাট কোহলির, সোমবার শুভমন গিলের সঙ্গে বিরাট। (ছবি ,সৌজন্যে বিসিসিআই ভিডিয়ো এবং পিটিআই)

India in WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার খবরের পর ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে। বিশেষত দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে বিরাট হাত মেলাতে থাকেন। তারপর ‘টিম হার্ডল’ করেন ভারতীয় ক্রিকেটাররা এবং দ্বিতীয় সেশনের জন্য প্রস্তুতি শুরু করেন। যে সেশন পুরোপুরি নিয়মরক্ষার হয়ে গিয়েছে।

আমদাবাদে কি আদৌও মধ্য়াহ্নভোজ খেতে পেরেছিলেন রোহিত শর্মারা? নাকি ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড- শ্রীলঙ্কার রুদ্ধশ্বাস টেস্টের দিকেই শুধু চোখ ছিল? সেই উত্তর হয়ত পরে মিলবে। তবে দ্বিতীয় সেশনের শুরুতে মাঠে নেমে ভারত যখন নিউজিল্যান্ডের জয়ের খবর পায়, তখন মাঠেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় বিরাট কোহলিদের। বিশেষত বিরাটকেই বেশি উচ্ছ্বসিত দেখা যায়। যে বিরাটের নেতৃত্বে উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল ভারত।

সোমবার সকালে আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন নামে ভারত, তখন রোহিত শর্মাদের সামনে জয়ের তেমন সুযোগ ছিল না। ভারতের লিড থাকলেও ড্রয়ের দিকে এগোচ্ছিল ম্যাচ (যা এখনও ড্রয়ের দিকে এগোচ্ছে)। তবে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে আটকে দিলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের জায়গা নিশ্চিত হয়ে যেত। সেই পরিস্থিতিতে শেষ বলে শ্রীলঙ্কাকে হারিয়ে দেন কিউয়িরা। তার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায় ভারতের।

আরও পড়ুন: WTC Final 2023 IND vs AUS: সৌরভদের স্বপ্নভঙ্গের বদলা নিতে পারবেন রোহিতরা? WTC ফাইনালের দৌলতে ২০ বছর পর এল সুযোগ

সেই সুখবরটা মধ্যাহ্নভোজের বিরতির পর মাঠে নেমে পান বিরাটরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে ইনস্টাগ্রামে যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে, তাতে ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে। বিশেষত দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে বিরাট হাত মেলাতে থাকেন। তারপর ‘টিম হার্ডল’ করেন ভারতীয় ক্রিকেটাররা এবং দ্বিতীয় সেশনের জন্য প্রস্তুতি শুরু করেন। যে সেশন পুরোপুরি নিয়মরক্ষার হয়ে গিয়েছে।

ভারত বনাম অস্ট্রেলিয়ার আর গুরুত্ব আছে কি?

এখনও খেলা চললেও ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের খেলা স্রেফ নিয়মরক্ষার হয়ে গিয়েছে। কারণ ইতিমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের কাছে রেখে দিয়েছে ভারত। আপাতত যা অবস্থা, তাতে অস্ট্রেলিয়ার পক্ষে সিরিজে সমতা ফেরানো সম্ভব নয়। বরং ২-১ ব্যবধানে বর্ডার-গাভাসকর ট্রফি প্রায় জিতে গিয়েছে। এখন যে তৃতীয় সেশনের খেলা চলছে, সেটা স্রেফ ভারতকে আনুষ্ঠানিকভাবে বর্ডার-গাভাসকর ট্রফির জয়ী ঘোষণা করার আগে নিয়মরক্ষার খেলা। (আরও পড়ুন: IND vs AUS 4th Test Live: চায়ের বিরতির পরে খাতা খুললেন স্টিভ স্মিথ)

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন