বাংলা নিউজ > ময়দান > WPL 2023 Auction: নিলামে চমক, মোটা টাকায় RCB-তে যোগ দিলেন বাংলার রিচা, পিছনে ফেললেন মহাতারকাদের

WPL 2023 Auction: নিলামে চমক, মোটা টাকায় RCB-তে যোগ দিলেন বাংলার রিচা, পিছনে ফেললেন মহাতারকাদের

পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে রিচা। ছবি- এপি।

Women's Premier League Player Auction: বাংলার উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে জোর টানাটানি চলে দিল্লি ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে।

আগ্রাসী মেজাজের জন্য উইমেন্স প্রিমিয়র লিগের সব ফ্র্যাঞ্চাইজিরই নজর ছিল রিচা ঘোষের দিকে। ১৯ বছর বয়সী বাংলার উইকেটকিপার ব্যাটারের ছক্কা মারার দক্ষতাই তাঁকে বাকিদের থেকে আলাদা করে তোলে।

প্রত্যাশা মতোই রিচাকে নিয়ে টানাটানি চলে উইমেন্স প্রিমিয়র লিগের নিলামে। ৫০ কোটি টাকা বেস প্রাইসের রিচাকে দলে নিতে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষমেশ ১ কোটি ৯০ লক্ষ টাকার বিশাল অঙ্কে বাংলার উইকেটকিপার-ব্যাটারকে দলে নেয় আরসিবি।

উল্লেখযোগ্য বিষয় হল, নিলামে হরমনপ্রীত কউরের থেকেও বেশি দাম পেলেন বাংলার তারকা। হরমনপ্রীতকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

রিচার আন্তর্জাতিক কেরিয়ার:-
টেস্ট: জাতীয় দলের হয়ে এখনও টেস্ট খেলেননি রিচা ঘোষ।

ওয়ান ডে: ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১৭টি ওয়ান ডে খেলেছেন রিচা। ২২.২১ গড়ে ৩১১ রান সংগ্রহ করেছেন তিনি। হাফ-সেঞ্চুরি করেছেন ২টি। ৫০ ওভারের ক্রিকেটে ২৫টি চার ও ৮টি ছক্কা মেরেছেন রিচা। স্ট্রাইক-রেট ৮৪.৯৭। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৬৫ রানের। রিচা ক্যাচ ধরেছেন ১৭টি ও স্টাম্প-আউট করেছেন ৩টি।

টি-২০: ভারতের হয়ে এখনও পর্যন্ত (২০২৩ টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পরে) ৩১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন রিচা। ২৪.১০ গড়ে ৪৫৮ রান করেছেন তিনি। স্ট্রাইক-রেট ১৩৫.৫০। ৫৪টি চার ও ১৬টি ছক্কা মেরেছেন রিচা। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৪৪ রানের। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রিচা ক্যাচ ধরেছেন ১২টি ও স্টাম্প-আউট করেছেন ১৬টি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন