Twitter-এ স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা ৫%-এরও কম। গত ৪ ত্রৈমাসিকে নাকি টুইটারে এতটাই কম ছিল ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা। সোমবার টুইট করে এমনটাই জানান সংস্থার সিইও পরাগ আগরওয়াল। তবে তাঁর এই পরিসংখ্যানের সঙ্গে একেবারেই সহমত নন সংস্থার নয়া মালিক ইলন মাস্ক। বরং এর জন্য টুইটারের দাম কমতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিি।
গত সপ্তাহে টুইটারের এই স্প্যাম অ্যাকাউন্ট ইস্যুতেই ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি পিছিয়ে দেন ইলন মাস্ক। তারপরেই নিজেদের আত্মরক্ষার্থে আসরে নামেন টুইটারের সিইও।
আগরওয়াল বলেন টুইটারের অনুমান অনুযায়ী, ২০১৩ সাল থেকে এই পরিসংখ্যান একই রয়েছে।
পরাগ বলেন, সংস্থার বাইরে থেকে এই সংক্রান্ত কোনও পরিসংখ্যান পাওয়া সম্ভব নয়। কারণ এর জন্য পাবলিক ও সংস্থার অভ্যন্তরীণ, দুই ধরণের ডেটাই প্রয়োজন।
বরাবরই ঠোঁটকাটা স্বভাবের মানুষ ইলন। এক্ষেত্রেও ব্যাতিক্রম হয়নি। পরাগের টুইটের তলায় সরাসরি রিপ্লাই দেন তিনি। ইলন 'পুপ ইমোজি' (💩) দেন রিপ্লাইতে।
'তাহলে বিজ্ঞাপনদাতারা কীভাবে জানবেন, যে তাঁরা তাঁদের টাকার বিনিময়ে কী পাচ্ছেন? এটি টুইটারের আর্থিক ভিত্তির জন্য অপরিহার্য,' মাস্ক লেখেন।
টুইটের কিছুক্ষণ পরে, মাস্ক মিয়ামিতে এক প্রাইভেট কনফারেন্সে তিনি বলেন, আমার সন্দেহ, বট বা অটোমেটেড অ্যাকাউন্টই টুইটারের মোট ব্যবহারকারীদের প্রায় ২০%-২৫% ।
সোমবার টুইটারের শেয়ারেও এর প্রভাব পড়ে। এক ধাক্কায় নিম্নমুখী হয় সংস্থার শেয়ার।