৩ বিলিয়ন ডলার দিয়ে আমেরিকা থেকে ৩১টি এমকিউ-৯বি ড্রোন কিনছে ভারত। এই ড্রোনগুলি হাতে পেলে ভারতের সামরিক শক্তি আরও বৃদ্ধি পাবে। চিন সীমান্ত থেকে অতল সমুদ্রে আরও তীক্ষ্ণ নজরদারি চালাতে পারবে ভারত। প্রয়োজনে প্রাণহানীর আশঙ্কা ছাড়াই শত্রুপক্ষকে জব্দও করতে পারবে ভারত।