Night club

সেরা খবর

সেরা ভিডিয়ো

সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে। যেখানে দেখা যাচ্ছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একটি নাইটক্লাবে রয়েছেন। বলা হচ্ছে, তাঁকে নেপালের এক নাইটক্লাবে দেখা গিয়েছিল। আর তা নিয়েও সদ্য ভাইরাল হয়েছে ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। ভিডিয়ো এদিন টুইট করে নয়া বিতর্ক উস্কে দেন বিজেপি নেতা অমিত মালব্য। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে মোদীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ করতে শুরু করে কংগ্রেস। তারপরই এই ভিডিয়ো টুইট করে পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগে বিজেপি। বিজেপি নেতা অমিত মালব্য তাঁর মন্তব্যে লেখেন, কংগ্রেস পার্টি যখন বিপাকে, তখন নাইটক্লাবে রাহুল। এদিকে পাল্টা তোপ দাগে কংগ্রেস। কংগ্রেসের দাবি রাহুল এক বিয়ে বাড়িতে ছিলেন। কংগ্রেস নেতা মনিকম ঠাকুর বলেন, বিয়েতে যোগ দেওয়া কি অন্যায়ের? এরপর কংগ্রেসের তরফে মুখ খোলেন রণদীপ সিং সুরজেওয়ালা।
read in app