গালওয়ান উপত্যকায় কুড়িজন ভারতীয় সেনার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদী। চিনের নাম না করেও সাত মিনিটের ভাষণে তিনি কড়া সতর্কতা দেন বেজিংকে।
মোদী বলেন যে জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না। তিনি বলেন ঐতিহাসিক ভাবে ভারত শান্তিপ্রেমী, কিন্তু তার মানে এই নয় যে আক্রমণ করলে ভারত চুপ থাকবে। ভারতকে না উস্কানোর জন্য চিনকে বার্তা দেন তিনি। দেশের অখণ্ডতা ও সার্বভোমত্ব বজায় রাখতে ভারত যে বদ্ধপরিকর, সেটা সাফ করে দেন তিনি। দেশের প্রতিটি ইঞ্চি যে তাঁরা রক্ষা করবেন, সেটা বলেন মোদী। মুখ্যমন্ত্রীদের সভার শুরুতে করা ভাষণে মোদী বলেন যে মারতে মারতে মরেছে জওয়ানরা। বৃথা যাবে না তাঁদের এই বলিদান। বিভিন্ন রিপোর্ট থেকে এখনও জানা গিয়েছে, ৩৫ জন চিনা সেনা সোমবার রাতে চিনের গালওয়ান উপত্যকার সংঘর্ষে মারা গিয়েছে।