১৭ সেপ্টেম্বর কন্যায় সূর্যের প্রবেশের পর এবার ২২ সেপ্টেম্বর তুলা রাশিতে গোচর করছে বুধ। জ্যোতিষে বুধকে গণিত, কানুন, বাণিজ্য, ত্বক, ওষুধ, লেখন, তর্কশাস্ত্র ইত্যাদির কারক গ্রহ মনে করা হয়। বর্তমানে শুক্রও তুলায় উপস্থিত। এমন পরিস্থিতিতে বুধ ও শুক্রের যুতি ভালো ফলাফল প্রদান করবে। বুধ আবার বাণীর কারক গ্রহ। অন্যদিকে শুক্রকে জ্যোতিষ শাস্ত্রে সুখী ও সমৃদ্ধ জীবনের করা হয়। তুলায় বুধ ও শুক্রের যুতির ফলে একটি বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে।
লক্ষ্মী নারায়ণ যোগ
জ্যোতিষ শাস্ত্র মতে, বুধ ও শুক্র একসঙ্গে অবস্থান করলে লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি হয়। এই যোগকে অত্যন্ত শুভ মনে করা হয়। জ্যোতিষ মতে, যে জাতকের কোষ্ঠিতে এই যোগ নির্মাণ হয়, সে পথের ভিখিরি থেকে রাজা হয়ে যেতে পারে। এমন জাতক নিজের প্রতিভা, শিল্পকলা ও জ্ঞানের মাধ্যমে ধন ও মান-সম্মান লাভ করে। লক্ষ্মী নারায়ণ যোগ ব্যক্তির বৈভব বৃদ্ধি করে।