জ্যোতিষশাস্ত্রে দুটি গ্রহের যুতি সবসময় গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা উচিত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এবার মঙ্গল এবং শুক্রের যুতি তৈরি হতে চলেছে। ওই দুটি গ্রহের যোগের যুতির ফলে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5চন্দ্রের রাশি কর্কট রাশিতে মঙ্গল এবং শুক্রের যুতি তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ওই যুতির ফলে কয়েকটি রাশির জাতকদের সময় অত্যন্ত ভালো কাটবে। তাঁদের ধনলাভ হতে চলেছে। উন্নতির যোগ তৈরি হচ্ছে। তাঁদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে।
2/5কর্কট রাশি- চন্দ্রের রাশি কর্কট রাশিতেই মঙ্গল এবং শুক্রের যুতি তৈরি হচ্ছে। তার ফলে কর্কট রাশির জাতকরা অনুকূল ফল লাভ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যাঁরা চাকরি করেন, তাঁরা কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। নয়া কোনও দায়িত্ব পেতে পারেন। জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। বাড়িতে সুখ-সমৃদ্ধি বাড়বে। সাহস বাড়বে কর্কট রাশির জাতকদের।
3/5তুলা রাশি- মঙ্গল এবং শুক্রের যুতির ফলে তুলা রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, তুলা রাশির যে স্থানে ওই যোগ তৈরি হচ্ছে, তাতে ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে। আশাতীত সাফল্য লাভ করবেন। ধনলাভের সুযোগ বাড়বে তুলা রাশির জাতকদের। যাঁরা চাকরির সন্ধানে আছেন, তাঁরা শুভ খবর লাভ করবেন।
4/5বৃশ্চিক রাশি- শুক্র এবং মঙ্গলের যুতির ফলে বৃশ্চিক রাশির জাতকরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। বৃশ্চিত রাশির যে স্থানে ওই যুতি তৈরি হচ্ছে, তাতে আপনার ভাগ্য চমকাবে। কর্মসূত্রে বিদেশে যেতে পারবেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ধনপ্রাপ্তির প্রবল যোগ আছে।
5/5কুম্ভ রাশি- চন্দ্রের রাশিতে শুক্র এবং মঙ্গলের যুতির ফলে কুম্ভ রাশির জাতকরা লাভবান হবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ওই যুতির ফলে কুম্ভ রাশির জাতকদের আর্থিক লাভ হবে। আচমকা ধনপ্রাপ্তি হবে কুম্ভ রাশির জাতকদের। চাকরিতে শুভ ফল মিলবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা শুভ ফল লাভ করবেন।