বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 9 Dead in Bengal due to strom: কোথাও পড়ল গাছ, তো কোথাও বাতিস্তম্ভ, সোমের তাণ্ডবে বাংলায় মৃত ৯

9 Dead in Bengal due to strom: কোথাও পড়ল গাছ, তো কোথাও বাতিস্তম্ভ, সোমের তাণ্ডবে বাংলায় মৃত ৯

সোমবার দক্ষিণবঙ্গের ঝড়ে মৃত্যু ৯ জনের (Saikat Paul)

সোমবারের তাণ্ডবের বলি হয়েছেন বাংলার অন্তত ৯ জন। মৃতদের মধ্যে ১২ বছরের এক নাবালিকাও রয়েছেন। তার নাম, খুশবু যাদব। হাওড়ার শিবপুরে পিকে রায় লেনে টিউশন পড়তে গিয়েছিল খুশবু। ফেরার সময় বিদ্যুতের তারে পা জড়িয়ে মৃত্যু হয় তার।

ঘূর্ণিঝড় মোখার কোনও প্রভাব সেভাবে পড়েনি পশ্চিমবঙ্গের ওপর। যখন বাংলাদেশে মোখার জেরে বৃষ্টি হচ্ছে, তখন কলকাতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গের আবহাওয়া খটখটে শুকনো। তবে ঘূর্ণিঝড় মোখা বিদায় নিতেই সাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে পশ্চিমবঙ্গে। এই আবহে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর হাওয়া অফিস। তবে সোমবার যে এভাবে তাঁডব চলবে, এর আভাস আগে থেকে পাননি কলকাতাবাসী। আর এই তাণ্ডবের বলি হয়েছেন অন্তত ৯ জন। মৃতদের মধ্যে ১২ বছরের এক নাবালিকাও রয়েছেন। তার নাম, খুশবু যাদব। হাওড়ার শিবপুরে পিকে রায় লেনে টিউশন পড়তে গিয়েছিল খুশবু। ফেরার সময় বিদ্যুতের তারে পা জড়িয়ে মৃত্যু হয় তার। (আরও পড়ুন: আজ বাংলা জুড়ে হবে ঝড়বৃষ্টি, তাপপ্রবাহেরও সতর্কতা জারি, রইল আবহাওয়ার পূর্বাভাস)

এদিকে রানাঘাটের কৌশিক ঢালি ব্যারাকপুরের এক পার্কে মারা যান। তিনি গাছের তলায় দাঁড়িয়েছিলেন। সেই গাছের একটি ডাল তাঁর মাথায় গিয়ে পড়েছিল ঝড়ের কারণে। এদিকে ব্যারাকপুরেই মোহনপুরে সরস্বতী বিশ্বাস নামক ৪০ বছর বয়সি এক মহিলা নারকেল গাছের তলায় চাপা পড়ে মারা যান। এদিকে হাওড়ার বাগনানে মৃত্যু হয় ৪২ বছর বয়সি রজনী পাণ্ডের। ঝড়ের সময় গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন তিনি। সেটাই কাল হয় তাঁর জন্য। এদিকে বাগনানেই মৃত্যু হয় রামচন্দ্র মণ্ডল নামক এক বৃদ্ধের। এছাড়া হাওড়া জেলায় আরও বহু মানুষ আহত হন ঝড়ের কারণে।

আরও পড়ুন: সোমের তাণ্ডবের পর মঙ্গলেও কি ঝড়বৃষ্টি হবে কলকাতায়? কী বলছে হাওয়া অফিস

এদিকে বিদ্যুতের তারে শরীর লেগে মৃত্যু হয় ১৯ বছর বয়সি প্রসুন ঘোষালের। তিনি শ্যামপুরের বাসিন্দা ছিলেন। এদিকে ঝড়ের সময় একটি বাতি স্তম্ভ পড়ে গিয়ে মৃত্যু হয় পাঁশকুড়ার আশরাফ খানের। তাঁর বয়স ছিল ৫০ বছর। এছাড়া বেলপাহাড়িতে সুকান্ত মাহাতো নামক ৬৩ বছর বয়সি এক বৃদ্ধের মৃত্যু হয়। বেলপাহাড়িতেই ঝড়ের কারণে প্রাণ হারান মালতী মুর্মু নামক এক বৃদ্ধা। এই দু'জনই গাছে চাপা পড়ে মারা যান।

এদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর জেরে ব্যাহত হয় রেল পরিষেবা। দমদম আন্তর্জাতিক বিমাবন্দরে উড়ান পরিষেবাও ব্যাহত হয়েছিল গতকাল। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার বিকাল ৫টা ৪১ মিনিটে সর্বোচ্চ ৮৪ কিমি বেগে কালবৈশাখী ঝড় বইতে থাকে। সব মিলিয়ে ৩ মিনিট স্থায়ী হয় এই কালবৈশাখী। সন্ধ্যা ৬টা নাগাদ দমদম এলাকায় ৬২ কিমি বেগে ঝড় বইতে থাকে। ১ মিনিট স্থায়ী হয়েছিল এই ঝড়। আর সেই ক্ষণিকের তাণ্ডবেই প্রাণ হারান বাংলারয় ৯ জন। 

 

বন্ধ করুন