বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কালবৈশাখীতে রাজ্যে মৃত্যু ২ জনের, আজ সন্ধ্যায় আবারও ঝড়ের ভ্রুকূটি

কালবৈশাখীতে রাজ্যে মৃত্যু ২ জনের, আজ সন্ধ্যায় আবারও ঝড়ের ভ্রুকূটি

চলছে ব্যবসা  (PTI)

উত্তরবঙ্গেও রবিবার ও সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আমফানের হপ্তাপূর্তিতে দাপট দেখিয়েছিল কালবৈশাখী। সেই রেশ কাটার আগেই দক্ষিণবঙ্গে আবারও কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এবার ঝড়ের গতিবেগ অনেকটাই কম থাকবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে। তারইমধ্যে আজ, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গে আবারও দাপট দেখাতে পারে কালবৈশাখী। এবার হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ কিলোমিটারের আশপাশে ঘোরাফেরা করবে। দমকা হাওয়ায় কখনও কখনও ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটারে পৌঁছতে পারে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমে ঝড়বৃষ্টি হবে। 

আমফান তাণ্ডবেব পর থেকেই দক্ষিণবঙ্গের মানুষের মনে এমনিতেই আতঙ্ক তৈরি হয়েছে। তারইমধ্যে গত বুধবার প্রায় সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছিল কালবৈশাখী। গাছ উপড়ে হাওড়ায় একজনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন দু'জন। দেওয়াল ভেঙে আরও একজনের প্রাণহানি হয়েছিল। আহত হয়েছিলেন পাঁচজন। তারইমধ্যে নতুন করে ঝড়বৃষ্টির পূর্বাভাসে মানুষের মনে কিছুটা আশঙ্কা তৈরি হয়েছে। আমফানে ক্ষতিগ্রস্ত দুই পরগনার বিভিন্ন এলাকায় আশঙ্কার বহর আরও বেশি।

এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ ভারী বৃষ্টি হতে পারে। আগামী রবিবার ও সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

বিশেষ বার্তা :

পশ্চিমবঙ্গের ত্রাণ তহবিলে দান করুন

WEST BENGAL STATE EMERGENCY RELIEF FUND

(Part of Chief Minister Relief Fund)

https://wbserf.wb.gov.in/wbserf

A/C No: 628005501339

Bank: ICICI Bank

Branch: Howrah

IFSC Code: ICIC0006280

MICR Code: 700229010

SWIFT Code: ICICINBBCTS

বন্ধ করুন