বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > হার মেনেছে সেরিব্রাল পালসিও, আবৃ্ত্তিই হাতিয়ার দুর্গাপুরের দেবস্মিতার

হার মেনেছে সেরিব্রাল পালসিও, আবৃ্ত্তিই হাতিয়ার দুর্গাপুরের দেবস্মিতার

দেবস্মিতা নাথ।

যে মেয়েকে একটা সময় বাঁকা চোখে দেখতেন আশপাশের লোকজন, আজ তাঁকেই স্বীকৃতি দিয়েছে দেশ ও রাজ্য।

জন্ম থেকেই সেরিব্রাল পালসিতে আক্রান্ত। কিন্তু তাতে দমে যাননি পশ্চিম বর্ধমানেরর দুর্গাপুরের মেয়ে দেবস্মিতা নাথ। বরং সেই শারীরিক সমস্যাকে অতিক্রম করে কবিতা আবৃত্তির জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যে মেয়েকে একটা সময় বাঁকা চোখে দেখতেন আশপাশের লোকজন, আজ তাঁকেই স্বীকৃতি দিয়েছে দেশ ও রাজ্য।

সেরিব্রাল পালসিতে আক্রান্ত হওয়ায় অঙ্গের সঞ্চালন অত্যন্ত দেরিতে হয়। দেবস্মিতার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। তিনি যে পুরোপুরি কোনওদিন সুস্থ হয়ে উঠবেন না, তা ছোটোবেলাতেই জানিয়ে দিয়েছিলেন চিকিৎসকরা। তবে মেয়েকে যতটা স্বাভাবিক জীবনে (তথাকথিত অবশ্যই) ফিরিয়ে আনা যায়, তার জন্য লড়ে যেতে থাকেন বাবা দেবাশিস এবং মা সুস্মিতা। ছোটোবেলা থেকেই দেবস্মিতার ফিজিয়োথেরাপি শুরু হয়েছিল। মেয়ে কোনটা ভালোবাসে, তা অনুভব করানোর জন্য সাঁতার, অঙ্কনের প্রশিক্ষণও দিয়েছিলেন বাবা-মা। তারইমধ্যে স্কুলে পড়ার সময় কবিতার প্রেমে পড়েন দেবস্মিতা। যে সম্পর্ক আজও অমলিন, অটুট।

দেবস্মিতার মা জানান, তিন বছরে তাঁকে একটি স্কুলে ভরতি করা হয়েছিল। কিন্তু স্কুলে সহ্য করতে হচ্ছিল কটূক্তি। দেবস্মিতার বয়স যখন পাঁচ, তখন স্কুলেরই এক আবৃত্তি প্রতিযোগিতা মেয়ের জীবন পালটে দেয়। সেই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন দেবস্মিতা। সেই সূত্রেই এক শিক্ষিকার কাছে আবৃত্তি শিখতে থাকেন। সেই শিক্ষিকার হাত ধরে ছোট্ট-ছোট্ট পা ফেলে এগিয়ে যেতে থাকেন। তবে সেই পরিচিতির মধ্যেও কটূক্তি থেকে রেহাই পেতেন না। স্কুলে দেবস্মিতাকে কটূক্তি করা হত বলে অভিযোগ করেছেন দেবস্মিতার মা।  

সেইসব বাধা অতিক্রম করেই এগিয়ে যেতে থাকেন দেবস্মিতা। রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তীর সময় আবৃত্তি করে যেতে থাকেন। অন্যান্য জায়গাতেও পরিচিতি গড়ে উঠতে থাকে। ন'বছরে রাজ্যস্তরের আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হওয়ার পর পরিচিতি আরও বাড়ে। বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে যোগ দিতে থাকেন। দেবস্মিতার বয়স যখন ১৩, তখন ব্রততী বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্কশপে যোগ দিয়েছিলেন। দেবস্মিতার মা জানিয়েছেন, সেইসময় প্রদীপ ঘোষ, গৌরী ঘোষ, জগন্নাথ বসু, ঊর্মিমালা বসুদের থেকেও তালিম পেয়েছিলেন মেয়ে। তাঁদের তালিমে নিজেকে আরও মেলে ধরতে থাকেন দেবস্মিতা। 

তারই রেশ ধরে ১৫ বছরে সারা বাংলা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হন দুর্গাপুরের মেয়ে। দু'বছর পরেই দেবস্মিতার প্রথম সিডি প্রকাশিত হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় আবৃত্তি করতে থাকেন। চলতি বছর তাঁর দ্বিতীয় সিডি (রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল কবিতা সংকলন) প্রকাশিত হয়েছে। যিনি ইন্ডিয়ান ফটো লাভার্স ও কালচারাল ফাউন্ডেশনের বঙ্গ শাখা থেকে কনিষ্ঠতম বাচিকশিল্পী হিসেবে পঞ্চম প্রমীলা কৃতী রত্ন সম্মান-সহ দেশ এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু সম্মান পেয়েছেন। চলতি বছরেই বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি গৌরব সম্মান, অসমের কৃষ্টি সম্মানে ভূষিত হয়েছেন দেবস্মিতা। দিনকয়েক আগেই কলকাতা বইমেলায় দেবস্মিতাকে শঙ্খ ঘোষ স্মৃতি সম্মানে ভূষিত করা হয়েছে।

সেইসবের মধ্যেই বিনা পারিশ্রমিকে আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া শিশুদের পড়ান দেবস্মিতা। কবিতা শেখান। আবৃত্তির মাধ্যমে নিজে যা উপার্জন করেছেন, তা দিয়ে করোনাভাইরাসের সময় অনেককেই সাহায্যও করেছেন। যে বাচ্চাদের হয়ত কোনও দেবস্মিতা লুকিয়ে আছে।

বাংলার মুখ খবর

Latest News

শ্রেয়া ঘোষালের কন্ঠস্বর ফেক! সুচিত্রার চাঞ্চল্যকর দাবি, ক্ষুব্ধ গায়িকার ভক্তরা হাজারিবাগ লোকসভা কেন্দ্র: ২৬ বছর পর লড়াইয়ে নেই সিনহারা, কমল জৌলুস IPL 2024: CSK ইনিংসের প্রথম বলেই রুতুরাজকে ফিরিয়ে বিরল নজির গড়লেন ম্য়াক্সওয়েল ধোনির ১১০ মিটারের ছক্কাই ‘প্লে-অফে পৌঁছে দিল’ RCB-কে! বলের রহস্য ফাঁস কার্তিকের ‘দরকার পুরুষদের…’! কাঞ্চনের ‘পরকীয়া’য় দৌড়েছিলেন থানায়, এবার কী বললেন পিঙ্কি পুরনো রুটকে হারিয়ে নয়া নজির গঙ্গার নীচের মেট্রোর, পকেটে ঢুকল কয়েক কোটি লখনউ লোকসভা কেন্দ্র ২০২৪: একদা সাংসদ ছিলেন বাজপেয়ী, এখন রাজনাথের খাসতালুক চোখ মুখ ফ্যাকাসে হয়ে যাচ্ছে? জন্ডিস না অন্য কোনও রোগ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ২০২৪: একদা বাম গড় এখন তৃণমূলের সেফ সিট ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতা নিশানা শুভেন্দুর

Latest IPL News

ধোনির ১১০ মিটারের ছক্কাই ‘প্লে-অফে পৌঁছে দিল’ RCB-কে! বলের রহস্য ফাঁস কার্তিকের মিলল আনুগত্যের ফল! RCB প্লে অফে যেতেই রাস্তা বন্ধ করে উন্মাদনায় ভাসল বেঙ্গালুরু ভগবানের প্ল্যান..ইউপি-র সতীর্থ যশকে বিশেষ দিনে বার্তা,তাঁকে পাঁচ ছয় মারা রিঙ্কুর IPL প্লে অফে RCB, মাঠে চোখ ভর্তি জল বিরাটের, আপ্লুত অনুষ্কার একাজ দেখার মতো ৩ জন প্রধান প্লেয়ারের চোট পার্থক্য গড়ে দিল- প্লে-অফে উঠতে না পারার অজুহাত রুতুর রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.