অর্পিতা-কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ময়দানে নেমেছে কংগ্রেস। এবার ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে প্রচুর পরিমাণে নোট উদ্ধার হওয়ায় পালটা অস্ত্র পেল তৃণমূল। সেইসঙ্গে তৃণমূলের প্রশ্ন, 'ইডি কি ব্যক্তিবিশেষে তৎপর হবে?'
শনিবার বিকেলের হাওড়ায় একটি গাড়ি থেকে প্রচুর নোটের বান্ডিল উদ্ধার করেছে পুলিশ। পাঁচলা থানায় আপাতত মেশিন দিয়ে টাকা গোনার কাজ চলছে। সেই নোটের বান্ডিল ভিডিয়ো পোস্ট করে টুইটারে তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘অবিশ্বাস্য। ঝাড়খণ্ডের কংগ্রেসের তিন বিধায়কের থেকে প্রচুর পরিমাণে নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। তাঁদের হাওড়ায় ধরা হয়েছে। জানা গিয়েছে, তিনজন কংগ্রেস বিধায়ক একটি গাড়িতে যাচ্ছিলেন। ইডি কি ব্যক্তিবিশেষে তৎপর হবে?’
আরও পড়ুন: Cash Recovered from Car: লেখা 'MLA জামতাড়া', হাওড়ায় কালো গাড়ি থেকে উদ্ধার বান্ডিল-বান্ডিল টাকা
কংগ্রেস বিধায়কদের গাড়ি থেকে উদ্ধার টাকা
গোপন সূত্রে খবর পেয়ে আজ বিকেলে হাওড়ার পাঁচলার রানিহাটি মোড়ে ছয় নম্বর জাতীয় সড়কে ঝাড়খণ্ডগামী একটি কালো রঙের টয়োটা গাড়ি আটকায় পুলিশ। কলকাতা থেকে গাড়িটি আসছিল। গাড়িতে তল্লাশি চালিয়ে বান্ডিল-বান্ডিল নোট উদ্ধার করা হয়েছে। গাড়ির পিছনের দিকে প্রচুর ৫০০ টাকার নোটের বান্ডিল আছে। সেই অর্থ গোনার জন্য ইতিমধ্যে মেশিন আনা হয়েছে। তারপরই কত টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, তা বোঝা যাবে।
আরও পড়ুন: Arpita Mukherjee: অর্পিতার ২ ফ্ল্যাটেই ‘হাফ-সেঞ্চুরি'! ৫০ কোটি টাকার সঙ্গে উদ্ধার সোনা, কয়েন, দলিল
পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডগামী একটি গাড়িতে যে প্রচুর টাকা নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে আগেই খবর মিলেছিল। সেইমতো হাওড়া সিটি পুলিশ এবং হাওড়া গ্রামীণ পুলিশের আধিকারিকরা তল্লাশি চালাতে থাকেন। বিকেলের দিকে রানিহাটি মোড়ে ওই গাড়িটি ঘিরে ধরা হয়। গাড়িতে যাঁরা ছিলেন, তাঁদের নামিয়ে তল্লাশি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
সূত্রের খবর, গাড়িতে চালক-সহ গাড়িতে ছিলেন মোট পাঁচজন। ঝাড়খণ্ডের তিন কংগ্রেসও বিধায়ক ছিলেন (জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিজরির বিধায়ক রাজেশ কচ্ছপ এবং কোলেবিরার বিধায়ক নমন বিক্সাল)। ইতিমধ্যে তিন কংগ্রেস বিধায়ককে আটক করা হয়েছে। এত বিপুল অর্থ কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, টাকা রাখার কোনও সদুত্তর দিতে পারেননি আটক ব্যক্তিরা। দেখাতে পারেননি কোনও নথি। ওই টাকার উৎস জানার চেষ্টা করছে পুলিশ।