বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভাঙড়ে যাওয়ার পথে ফের নওসাদকে আটকাল পুলিশ

ভাঙড়ে যাওয়ার পথে ফের নওসাদকে আটকাল পুলিশ

পুলিশের সঙ্গে কথা বলছেন নওসাদ সিদ্দিকি। 

শুক্রবারের পর রবিবার। আবার নিজের বিধানসভা কেন্দ্রে ঢুকতে গিয়ে বাধার মুখে নওসাদ সিদ্দিকি। পুলিশের দাবি ১৪৪ ধারা জারি রয়েছে। নওসাদের দাবি, ১৪৪ ধারার নামে গণতন্ত্র ধ্বংস করছে সরকার। 

আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকে ফের একবার ভাঙড়ে ঢুকতে বাধা দিল পুলিশ। রবিবার দুপুরে নওসাদ সাহেব ভাঙড়ে যাওয়ার চেষ্টা করলে হাতিশালা মোড়ে তাঁর গাড়ি আটকায় পুলিশ। এর পর পুলিশকর্মীদের সঙ্গে তাঁর তর্কাতর্কি শুরু হয়ে যায়। নওসাদের দাবি, পুলিশ তাঁকে ভাঙড়ে যেতে না দিলে ভুয়ো মামলা দিয়ে গ্রেফতার করুক।

ভাঙড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। এই কারণ দেখিয়ে শুক্রবার নওসাদকে আটকেছিল পুলিশ। রবিবার ফের ভাঙড়ে যাওয়ার চেষ্টা করেন নওসাদ। তাঁকে হাতিশালা মোড়ে ফের আকটায় পুলিশ। এর পর গাড়ি থেকে নেমে কর্তব্যরত পুলিশ কর্মীদের তিনি জিজ্ঞাসা করেন, কেন তাঁকে আটকানো হচ্ছে? নিজের বিধানসভা এলাকায় কেন যেতে পারবে না তিনি? কর্তব্যরত পুলিশকর্মীরা বিধায়ক নওশাদ সিদ্দিকিকে বলেন, ১৪৪ ধারা জারি থাকার কারণে তিনি ভাঙড়ে যেতে পারবেন না। এরপর বেশ কিছুক্ষণ কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে বাগ-বিতণ্ডা হয় বিধায়কের।

নওশাদ সিদ্দিকি সাংবাদিকদের বলেন, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। প্রচুর গাড়ি, মানুষ ভাঙড়ে যাচ্ছে। শুধুমাত্র নওশাদ সিদ্দিকি ভাঙড়ে গেলে যত গণ্ডগোল। নওশাদ সিদ্দিকিকে দেখে যদি পুলিশ প্রশাসন ভয় পায় তাহলে আমাকে মিথ্যা কেস দিয়ে গ্রেফতার করুক। যেমন একুশে জানুয়ারি করেছিল। পেন - খাতা সমস্ত কিছুই তো আপনাদের কাছে আছে। আমাকে মিথ্যা কেস দিয়ে গ্রেফতার করুক। মানুষের কাছে কেন যেতে দিচ্ছেন না? ভাঙড়ের মানুষ‌ জনদের এই পরিস্থিতিতে নওশাদ সিদ্দিকিকে প্রয়োজন। কেন আমাকে যেতে দিচ্ছেন না?

নওসাদের দাবি, ভাঙড়ে তৃণমূলকর্মীদের মৃত্যু হয়েছে গোষ্ঠীকোন্দলের জেরে। এর সঙ্গে ISF-এর যোগ নেই।

 

বন্ধ করুন