বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > যাদবপুর কাণ্ডে ধরনায় বসতে চলেছে তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রীর নির্দেশে সক্রিয় ছাত্র সংগঠন

যাদবপুর কাণ্ডে ধরনায় বসতে চলেছে তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রীর নির্দেশে সক্রিয় ছাত্র সংগঠন

রাস্তায় নেমে মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ।

এদিন পুনর্নির্মাণ হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা দাশগুপ্ত। বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে ৬ জনকে আরও তলব করেছে যাদবপুর থানা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসেই এখন প্রতিবাদের ঝড় উঠেছে। রাজ্যপাল থেকে মুখ্যমন্ত্রী মুখ খোলায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। পড়ুয়া এবং নাগরিক সমাজও রাস্তায় নেমে পড়েছে। সকলের মুখে একটাই দাবি, ‘আমরা বিচার চাই’। এই ঘটনার প্রতিবাদে এবার রাজনৈতিক দলগুলিও নানা কর্মসূচি নেওয়ার পরিকল্পনা ছকে ফেলেছে। স্বাধীনতা দিবস মিটলেই যাদবপুর কাণ্ডে ধরনায় বসতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ধরনা হতে চলেছে বলে সূত্রের খবর। এই ঘটনায় অত্যন্ত রেগে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সে কথা তিনি নিজে মুখে বলেছেনও।

কবে হবে ধরনা কর্মসূচি?‌ এদিকে সূত্রের খবর, আগামী ১৬ অগস্ট যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড এলাকায় ধরনা কর্মসূচি পালন করবে তৃণমূল ছাত্র পরিষদ। হাজরা এলাকায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ফ্রিডম অ্যাট মিডনাইট অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের ডেকে ধরনা কর্মসূচি পালনের কথা বলেছেন। দলের সুপ্রিমোর থেকে নির্দেশ পেয়েই ধরনা কর্মসূচির প্রস্তুতি শুরু করে দেয় তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে এই কর্মসূচির রূপরেখা তৈরি করেন।

আর কী দেখা গেল?‌ এদিন ছাত্র মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমে মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ। দোষীদের কঠোর শাস্তির দাবি তুলো ঢাকুরিয়া থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল করা হয়। এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে ছিলেন বহু অধ্যাপকরাও। তবে মিছিল থেকে বামপন্থী ছাত্র সংগঠনের দখল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে মুক্ত করার ডাক দেয় তাঁরা। এদিন পুনর্নির্মাণ হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা দাশগুপ্ত। বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে ৬ জনকে আরও তলব করেছে যাদবপুর থানা।

আরও পড়ুন:‌ যাদবপুর কাণ্ডে হল পুনর্নির্মাণ, ক্যাম্পাসে সিসি ক্যামেরার দাবি, নির্দেশিকা শিক্ষা দফতরের

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ এই ছাত্র মৃত্যুর ঘটনার জন্য সরাসরি বিশ্ববিদ্যালয়ের ‘মার্কসবাদীদের’ দায়ী করেন মুখ্যমন্ত্রী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা টেনে এনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাদবপুরের ছেলেটির উপর অত্যাচার করে ওকে মেরে ফেলল। ওর বাবাকে ফোন করেছিলাম। ওর বাবা কাঁদতে কাঁদতে আমাকে বলছিলেন, দিদি আমি ভেবেছিলাম কালকেই যাব। ছেলেটা বলছিল, বাবা আমার উপর অত্যাচার করছে। কিন্তু আমি যাওয়ার আগেই সব শেষ হয়ে গেল। ওরা আমার ছেলের উপর অত্যাচার করে উপর থেকে ছুড়ে ফেলেছে। আমি দুঃখিত, আমি স্তম্ভিত, আমি মর্মাহত। আমি সব জায়গায় গেলেও, যাদবপুরে আমি যেতে চাই না। পড়াশোনায় ওরা ভাল হতে পারে। কিন্তু শুধু পড়াশোনায় ভাল হলে মানুষ মানুষ হয় না। যদি তার বিবেক না থাকে। এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না।’

বাংলার মুখ খবর

Latest News

একেমন ইংরাজি উচ্চারণ!‘নিজেকে কিম কার্দাশিয়ান ভাবছেন নাকি?’ট্রোলিংয়ের মুখে কিয়ারা ‘‌কাজ নেই তো, তাই পয়সা কামাতে এসেছে’‌, নাম না করে হিরণকে বিঁধলেন অভিষেক সুজাতার 'বরটা একটু স্মার্ট বেশি, তাই ছেড়ে পালিয়েছে, অন্যদের ধরেছে', খোঁচা মমতার ক্রমশ কাছে আসছে ঘূর্ণিঝড় রেমাল, পণ্ড হতে পারে রাজ্যের ষষ্ঠ দফার ভোটগ্রহণ County Championship-এ The Ashes-এর আবহ! জমে গেল বেন স্টোকস ও নাথান লিয়নের লড়াই হাওড়ায় চুক্তিভিত্তিক কর্মী দিয়ে ভোট হতে চলেছে!‌ বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থীর মাধুরীর ডেবিউ হিন্দি ছবিতে তাঁর নায়ক ছিলেন তাপস পাল, জানেন কি সেই ছবির নাম? আগামিকাল আপনার জন্য ভালো যাবে? ২০ মে সোমবারের রাশিফল জেনে রাখুন আজ রাতের মধ্যেই 'দুর্ঘটনার' কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার, ধন্দ রাইসিকে নিয়ে- রিপোর্ট বৃষ্টিতে যথা সময়ে শুরু হল না RR v KKR ম্যাচ, খেলা ভেস্তে গেলে বড় ক্ষতি সঞ্জুদের

Latest IPL News

বৃষ্টিতে যথা সময়ে শুরু হল না RR v KKR ম্যাচ, খেলা ভেস্তে গেলে বড় ক্ষতি সঞ্জুদের অভিষেক-ক্লাসেনের তাণ্ডবে দিশেহারা পঞ্জাব, ২০০ টপকেও আত্মসমর্পণ হায়দরাবাদের কাছে 'Definitely Not'- মাহির ভক্তেরা হঠাৎ ধোনিকে নিয়ে কেন এমন স্লোগান দিচ্ছেন? ভিডিয়ো: CSK হারতেই কেঁদেই ফেললেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী! ধোনির সঙ্গে হাত না মিলিয়ে সেলিব্রেশনে মেতেছিল RCB, তীব্র নিন্দে করলেন ভন, হর্ষ ভাই অডিও বন্ধ কর-একটা অডিও আমার ১২টা বাজিয়েছে: ক্যামেরাম্যানকে দেখে রোহিতের মজা বারণ করা সত্ত্বেও ব্যক্তিগত ভিডিয়ো পোস্ট, স্টার স্পোর্টসকে তুলোধোনা রোহিতের IPL 2024: ‘আমার ম্যান অফ দ্য ম্যাচ যশ দয়ালকে উৎসর্গ করলাম’- ফ্যাফ ডু'প্লেসি IPL 2024: সাহসী হলে সেটব্য়াকের পর কামব্যাক হবেই! যশ দয়ালকে বার্তা KKR-এর 'ইয়র্কার নয়, স্লোয়ার বল কর', বিরাটের কথা মতো কাজ করেই ধোনিদের আটকান দয়াল- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.