বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Justice Ganguly: আরও ২জন তৈরি, আসন খুঁজছেন,’ আদালতেই বিচারপতি গাঙ্গুলি প্রসঙ্গ টেনে বললেন কল্যাণ

Justice Ganguly: আরও ২জন তৈরি, আসন খুঁজছেন,’ আদালতেই বিচারপতি গাঙ্গুলি প্রসঙ্গ টেনে বললেন কল্যাণ

কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী (Utpal Sarkar)

এ দিন আদালত সিবিআই-এর কাছে জানতে চায় এসএসসি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সিবিআই-এর চার্জশিট তৈরি হয়েছে কিনা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানায় কিছু ক্ষেত্রে রাজ্যের অনুমতি প্রয়োজন।

মঙ্গলবার পদত্যাগ করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনীতিতে যোগ দিচ্ছেন বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন বিচারপতি। কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে এসএসসি-র নিয়োগ দুর্নীতির মামলা চলাকালীন সেই প্রসঙ্গ তুললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তিনি আদালতে বললেন, 'আরও দু'জন বিচারপতি আছেন, তাঁরাও যাবেন আসন খুঁজছেন।'

এ দিন আদালত সিবিআই-এর কাছে জানতে চায় এসএসসি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সিবিআই-এর চার্জশিট তৈরি হয়েছে কিনা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানায় কিছু ক্ষেত্রে রাজ্যের অনুমতি প্রয়োজন। ২০২২ সালে অনুরোধ করেছিল সিবিআই। কিন্তু এখনও অনুমতি মেলেনি।

আদালত রাজ্যকে বলে অবস্থান স্পষ্ট করতে। রাজ্য বলে সমস্ত নথি দেখতে সময় লাগে। আদালত জানতে চায়, কত বছর, এক বছর, দুবছর। এই সময় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টানেন। তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে করা সমস্ত মামলা খারিজ করতে বলেন।

আরও পড়ুন। বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের মামলা গেল কোন বেঞ্চে? নতুন পথে বঞ্চিতের 'ভগবান'

তিনি আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ করে বলতে থাকেন, 'সব রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে। সময় এলে তোমার ও তোমার বিচারপতি খাপ খুলব।' এর পর তিনি বিচারপতির উদ্দেশে বলেন, 'আদালতের মর্যাদা আমরা নষ্ট করিনি। আপনার সহকর্মী করেছেন। আমি এক বছর ধরে বলে আসছি। আপনারা আটকাতে পারেননি। তিনি সাক্ষাৎকার দিয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই, ইডি সবাই মিলে আদালতের মর্যাদা নষ্ট করেছেন।'

আরও পড়ুন। ‘বারাসত থেকে লড়লে ২ লক্ষ ভোটে হারবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়’, চ্যালেঞ্জ কাকলির

নাম না করে কল্যাণ বলতে থাকেন, 'একক বেঞ্চের বিচারপতি (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) রবিবার সাক্ষাৎকার দিয়েছেন। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব । রাজনৈতিক উদ্দেশ নিয়েই এসব নির্দেশ দিয়েছেন। এই সব মামলার শুনানি করে তিনি রাজনৈতিক ক্যারিয়ার গড়ে ফেললেন। আরও দু’জন বিচারপতি আছেন, তাঁরাও যাবেন, আসন খুঁজছেন।'

প্রসঙ্গত, বিচারপতি গঙ্গোপাধ্যায় রবিবার জানান, মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি মঙ্গলবার পদত্যাগ করবেন। সেই মতো সোমবার তিনি শেষবার এজলাসে যাবেন। সেই মতো তিনি এজলাসে এসেছিলেন সোমবার। আগামিকাল তাঁর পদত্যাগপত্র দেওয়ার কথা। রাজনীতিতে নামবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার ইঙ্গিত দিয়েছেন।

এর আগে রবিবার হুগলির কোন্নগরে একটি জনসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদে বসে ক্ষমতার অপব্যবহার করেছেন। যেখানে দাঁড়াবে সেখানে হারাব। আসুক রাজনীতির ময়দানে।' এদিন এজলাসে বিচারপতি প্রসঙ্গ তুললেন কল্যাণ।

বাংলার মুখ খবর

Latest News

এবারের মতো আইপিএল থেকে বিদায় CSK-র, লম্বা লাফ দিয়ে এলিমিনেটরে কোহলিরা পাক সেনার ৯ গুলি খেয়েও হার মানেনি! চান্দু চ্যাম্পিয়নের বায়োপিকে কার্তিক আরয়ান রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন? HT-তে মুখ খুললেন প্রিয়াঙ্কা CAA-র অধীন নাগরিকত্ব প্রাপ্ত পাকিস্তানি শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ মোদীর গ্রেফতার বিভব! আপ বলছে 'ভুয়ো মামলা', দল 'U Turn' নিয়েছে-ক্ষোভ স্বাতীর বিজেপির প্রকল্পে ১,১৪০ কোটি টাকার ক্ষতি! নিজের সরকারকেই অভিযুক্ত করলেন মন্ত্রী ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা, এই বছরেই সই হবে চুক্তি জুতো ছিঁড়তে নিজেই সেফটিপিন দিয়ে করলেন ঠিক, 'মাটির মানুষ' মমতায় আপ্লুত নেটপাড়া উপহারের নামে প্রতারণা! ইনস্টাগ্রামে ভাই সেজে ২ লক্ষ টাকা ঠকিয়ে নিল ব্যক্তি

Latest IPL News

রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.