আগামী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ। আগেই সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে বুধবার ভারতের কমপক্ষে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গেল। যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ। বুধবার রাতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১৫১। বৃহস্পতিবার সকালে সংখ্যাটি বেড়ে ১৬৬ হয়েছে।
আরও পড়ুন করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তির কয়েক মিনিটের মধ্যে আত্মঘাতী হলেন যুবক
বুধবার আরও ২৮ জনের শরীরে নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। আর তা শুধুমাত্র নির্দিষ্ট ভৌগোলিক এলাকা থেকে নয়, বরং দেশের বিভিন্ন প্রান্ত থেকে করোনায় আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।:
আরও পড়ুন : কেচে, ইস্ত্রি করে, বাজারে বিক্রি হচ্ছিল ফেলে দেওয়া মাস্ক, পুলিশের অভিযানে আটক ২
তেলাঙ্গানায় আটজন, রাজস্থান ও কর্নাটকে তিনজন করে মোট ছ'জনের দেহে মারণ ভাইরাসের অস্তিত্ব মিলেছে। উত্তরপ্রদেশ, দিল্লি ও মহারাষ্ট্র থেকে মোট ছ'জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও হরিয়ানা (গুরুগ্রাম), লাদাখ, জম্মু ও কাশ্মীর ও তামিলনাড়ুতে মোট চারজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতির রিপোর্ট এসেছে।
আরও পড়ুন : Covid-19 crisis: মাস্ক কী ভাবে ব্যবহার করবেন, জানাল স্বাস্থ্য মন্ত্রক
এরইমধ্যে, বৃহস্পতিবার সকালে চণ্ডীগড়ে এক ২৩ বছরের তরুণীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ার খবর পাওয়া গিয়েছে। গত ১৫ মার্চ তিনি ইংল্যান্ড থেকে ভারতে ফিরেছিলেন। অমৃতসর বিমানবন্দরে নামার পর তাঁর সর্দি ও জ্বর হয়। বুধবার সকালে তিনি একটি সরকারি হাসপাতালে ভরতি হয়। সেখানে তাঁর নমুনা পজিটিভ এসেছে। চণ্ডীগড়ে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্তের খোঁজ মিলল।