প্রকাশিত হল এসএসসি সিজিএলের টিয়ার-১ পরীক্ষার ফলাফল। প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) অফিসিযাল ওয়েবসাইট ssc.nic.in থেকে ফলাফল দেখতে পাবেন। গত ১৩ অগস্ট থেকে ২৪ অগস্ট পর্যন্ত যে কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল (সিজিএল) টিয়ার-১ পরীক্ষা হয়েছিল।
সিজিএল টিয়ার-১ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের তিনটি পৃথক তালিকা তৈরি করা হয়েছে। যাঁরা টিয়ার-২ এবং টিয়ার-৩ পরীক্ষায় জন্য যোগ্যতা অর্জন করেছেন। অ্যাসিসট্যান্ট অডিট অফিসার ও অ্যাসিসট্যান্ট অ্যাকাউন্টস অফিসার (প্রথম তালিকা), জুনিয়র স্ট্যাটিস্টিকাল অফিসার (দ্বিতীয় তালিকা) এবং বাকি (তৃতীয় তালিকা) পদের ক্ষেত্রে পৃথক কাট-অফ মার্কস দেওয়া হয়েছে।
এসএসসি সিজিএল টিয়ার-১ পরীক্ষার ফলাফলের প্রথম তালিকা (SSC CGL Tier 1 2020 results List 1)
এসএসসি সিজিএল টিয়ার-১ পরীক্ষার ফলাফলের দ্বিতীয় তালিকা (SSC CGL Tier 1 2020 results List 2)
এসএসসি সিজিএল টিয়ার-১ পরীক্ষার ফলাফলের তৃতীয় তালিকা (SSC CGL Tier 1 2020 results List 3) - এখানে ক্লিক করুন।
কীভাবে এসএসসি সিজিএল টিয়ার-১ পরীক্ষার ফলাফল খতিয়ে দেখবেন?
১) স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) অফিসিযাল ওয়েবসাইট ssc.nic.in-তে যান।
২) ‘RESULT’-তে ক্লিক করুন।
৩) প্রথমেই ‘CGL’ ট্যাব আসছে। তাতে তিনটি অপশন থাকবে।
৪) প্রথম লিস্টের জন্য Result of Combined Graduate Level Examination (Tier-I), 2020 - List-1: Candidates qualified in Tier-I for appearing in Tier-II [Paper-I, Paper-II and Paper-IV {General Studies (Finance & Accounts)}] and Tier-III, দ্বিতীয় লিস্টের জন্য Result of Combined Graduate Level Examination (Tier-I), 2020 - List-2: Candidates qualified in Tier-I for appearing in Tier-II [Paper-I, Paper-II and Paper-III (Statistics)] and Tier-III এবং তৃতীয় লিস্টের জন্য Result of Combined Graduate Level Examination (Tier-I), 2020 - List-3: Candidates qualified in Tier-I for appearing in Tier-II (Paper-I and Paper-II) and Tier-III-তে ক্লিক করুন।
৫) প্রতিটি ক্ষেত্রেই পিডিএফ খুলে যাবে।
৬) তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।