আসন্ন ওডিআই বিশ্বকাপের আগে দুই মাসেরও কম সময় বাকি। তার আগে চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন শ্রেয়স আইয়ার। এশিয়া কাপের আগেই তাঁকে ফিট ঘোষণা করে দেওয়া হয়েছে। শ্রেয়স ফেরায় স্বাভাবিক ভাবেই এশিয়া কাপের জন্য ভারতের মিডল অর্ডারের চিন্তা কিছুটা হলেও কমেছে। বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগরকার তো ইঙ্গিতও করেছেন যে, এই দলটিই বিশ্বকাপের মূল ইউনিট হিসেবে থাকবে।
শ্রেয়স আইয়ার দীর্ঘ দিন পর চোট সারিয়ে দলে প্রত্যাবর্তন করছেন। চোটের জন্য তিনি গুরুত্বপূর্ণ সব টুর্নামেন্ট মিস করেছেন। সেটা আইপিএল হোক বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পরে শ্রেয়স আইয়ার প্রথম বার নিজের চোট নিয়ে মুখ খুলেছেন। পাশাপাশি জানিয়েছেন, তিনি দলে ফিরে আসতে পেরে রোমাঞ্চিত।
আরও পড়ুন: শাহিনের বিকল্প খুঁজে পাক পেসারের মোকাবিলা করার বিশেষ প্রস্তুতি নিচ্ছেন রোহিত- ভিডিয়ো
চোটের কারণে তিনি মার্চ মাস থেকে ২২ গজের বাইরে ছিলেন। শ্রেয়স আইয়ার জানিয়েছেন যে, তাঁর একটি স্লিপ ডিস্ক ছিল। যার জন্য মারাত্মক যন্ত্রণা হত। আর ব্যথাটা কোমর থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত নামত। আর সেই ব্যথাটা ভয়ানক ছিল বলে দাবি করেছেন তারকা ব্যাটার। খেলা চালিয়ে যেতে ইঞ্জেকশনও নিতে হত তাঁকে।
শ্রেয়স বলেছেন, ‘স্লিপ ডিস্ক হয়েছিল। কোমর থেকে পায়ের আঙুল পর্যন্ত যন্ত্রণা করত। কাউকে বোঝাতে পারতাম না, কী প্রচণ্ড ব্যথা করত আমার। ইঞ্জেকশন নিয়ে খেলা চালাতাম। কিন্তু একটা সময়ে আর সহ্য করা যাচ্ছিল না। দু’দিন হাসপাতালে ভর্তি ছিলাম, তার পর বাড়ি ফিরি। ১০ দিন কিছু করতে পারিনি। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে, অস্ত্রোপচার করব। লন্ডনে অস্ত্রোপচারের পর তিন সপ্তাহ ছিলাম। ওখানকার চিকিৎসক বলেছিলেন যে, অস্ত্রোপচার করানোর সিদ্ধান্তটাই ঠিক ছিল। না হলে হয়তো বেশি দিন খেলতে পারতাম না।’
আরও পড়ুন: আফগানদের হোয়াইটওয়াশ করে বিশ্বের এক নম্বর ODI টিম হিসেবে এশিয়া কাপ খেলতে নামবে পাকিস্তান
অস্ত্রোপচারের পর আইয়ার লন্ডনে তিন সপ্তাহ কাটিয়েছেন। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যোগ দেওয়ার আগে, সেই সময়ে চিকিৎসকেরা তাঁর অগ্রগতি পর্যবেক্ষণ করেছিলেন। তিনি বলেছেন, ‘অস্ত্রোপচারের পরে আমি লন্ডনে তিন সপ্তাহ ছিলাম, কারণ চিকিৎসকদের ওই নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্রগতি পরীক্ষা করতে হয়েছিল। তবে তিন সপ্তাহ পরে, চিকিৎসক খুশি হয়েছিলেন এবং তিনি আমাকে ফিরে আসতে বলেছিলেন। ফিরে এনসিএ-তে ফিজিয়োদের তত্ত্বাবধানে থাকতে বলেছিলেন। সত্যি কথা বলতে, এটা আমার জন্য একটা রোলার কোস্টার রাইড ছিল।’
তিনি যোগ করেছেন, ‘ব্যথাটা তিন মাস পর্যন্ত ছিল। এবং তার পরে এটি কমতে শুরু করে। কিন্তু একই সময়ে ফিজিয়োরা আমার হ্যামস্ট্রিং, গ্লুটস এবং সব কিছুর রেঞ্জ ফিরিয়ে আনার দিকে মনোনিবেশ করেছিল।’
২ সেপ্টেম্বর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ব্লকবাস্টার লড়াইয়ের জন্য আইয়ার ভারতের প্লেয়িং একাদশের অংশ হতে পারেন, যে ম্যাচটি ক্যান্ডিতে খেলা হবে। শ্রেয়স মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন। তিনি বলেছেন, ‘আমি পুরো ফিট। খেলতে নামার জন্য মুখিয়ে আছি। ফিরে এসে দারুণ লাগছে। অনুশীলনে সব কিছু ঠিকঠাক করতে পেরেছি। দু’দিন অনুশীলন করেছি সকলের সঙ্গে। খুব ভাল লাগছে। প্রতিটা মুহূর্ত উপভোগ করছি।’