HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > SL vs AFG: রুদ্ধশ্বাস লড়াইয়ে ২ রানে হার আফগানিস্তানের, কষ্টার্জিত জয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা

SL vs AFG: রুদ্ধশ্বাস লড়াইয়ে ২ রানে হার আফগানিস্তানের, কষ্টার্জিত জয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan: ৩৭.১ ওভারে ২৯২ রান তুলে জিততে হতো আফগানিস্তানকে। তারা ৩৭.৪ ওভারে জয়ের দোরগোড়া থেকে খালি হাতে ফেরে। আফগানিস্তানের হয়ে সব থেকে কম ২৪ বলে হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন মহম্মদ নবি।

ব্যর্থ হল রশিদদের লড়াই। ছবি- এপি।

রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়ে চলতি এশিয়া কাপ থেকে বিদায় নিল আফগানিস্তান। ম্যাচ হারলেও আফগানিস্তান লাহোরে যে রকম লড়াই চালায়, তা কুর্নিশ আদায় করে নেয় ক্রিকেট বিশ্বের। শ্রীলঙ্কা কার্যত খাদের কিনারা থেকে ফিরে সুপার ফোরের যোগ্যতা অর্জন করে।

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা দলনায়ক দাসুন শানাকা। কুশল মেন্ডিসের চওড়া ব্যাটে ভর করে তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৯১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।

যদিও নিশ্চিত শতরান হাতছাড়া করেন মেন্ডিস। তিনি ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮৪ বলে ৯২ রান করে দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হন। এছাড়া ৪০ বলে ৪১ রান করেন ওপেনার পাথুম নিশঙ্কা। তিনি ৬টি চার মারেন। ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন অপর ওপেনার দিমুথ করুণারত্নে।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে চরিথ আসালঙ্কা ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৩৬ রান করেন। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন দুনিথ ওয়েলালাগে। নয় নম্বরে ব্যাট করতে নেমে মাহিশ থিকসানা ২৪ বলে ২৮ রানের কার্যকরী যোগদান রাখেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। সাদিরা সমরাবিক্রমে ৩, ধনঞ্জয়া ডি'সিলভা ১৪ ও দাসুন শানাকা ৫ রান করে আউট হন।

আফগানিস্তানের হয়ে ১০ ওভারে ৬০ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন গুলবদিন নায়েব। রশিদ খান ১০ ওভারে ৬৩ রান খরচ করে ২টি উইকেট পকেটে পোরেন। ১০ ওভারে ৬০ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন মুজিব উর রহমান।

এশিয়া কাপ সংক্রান্ত যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে

নেট রান-রেটের নিরিখে বি-গ্রুপের প্রথম দুইয়ে উঠে আসতে হলে আফগানিস্তানকে ২৯২ রান তুলে ম্যাচ জিততে হতো ৩৭.১ বা তারও কম ওভার খরচ করে। নতুবা জিতেও সুপার ফোরের টিকিট হাতে পাওয়ার সম্ভাবনা ছিল না আফগানদের সামনে।

পালটা ব্যাট করতে নেমে আফগানিস্তান রীতিমতো ঝড় তোলে। তবে তীরে এসে তরী ডোবে তাদের। একসময় ৩৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৯ রান তুলে ফেলেন রশিদরা। সুতরাং, ১ বলে ৩ রান করলেই ম্যাচ জয়ের পাশাপাশি সুপার ফোরের যোগ্যতা অর্জন করত আফগানিস্তান। তবে তারা ৩৭.৪ ওভারে ২৮৯ রানে অল-আউট হয়ে যায়।

রশিদরা যদি ৩৭.৪ ওভারে ২৯৫ রান সংগ্রহ করতে পারতেন, তাহলেও তাঁরা সুপার ফোরের যোগ্যতা অর্জন করতে পারতেন। তবে ৩৭.১ ওভারে লক্ষ্য পৌঁছতে না পেরে হতোদ্যম দেখায় আফগান ব্যাটারদের। শেষমেশ ২ রানের রুদ্ধশ্বাস জয়ে শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোর রাউন্ডে ওঠে। এবারের মতো অভিযান শেষ হয় আফগানদের।

আরও পড়ুন:- World Cup 2023: বাতিলের তালিকা দীর্ঘ, ২০১৯-এ ভারতীয় দলে থাকা এই ৯ ক্রিকেটার ২০২৩-এর বিশ্বকাপ স্কোয়াডে নেই

আফগানিস্তানের হয়ে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২৪ বলে হাফ-সেঞ্চুরি করেন মহম্মদ নবি। ওদেশের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এটি সব থেকে কম বলে করা অর্ধশতরানের রেকর্ড। নবি ৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৬৫ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে আউট হন।

৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৬ বলে ৫৯ রান করেন ক্যাপ্টেন হাশমতউল্লাহ শাহিদি। রহমত শাহ ৪৫, গুলবদিন নায়েব ২২, করিম জানাত ২২, নাজিবউল্লাহ জাদরান ২৩ ও রশিদ খান অপরাজিত ২৭ রান করেন। শ্রীলঙ্কার কাসুন রজিথা ৪টি এবং দুনিথ ওয়েলালাগে ও ধনঞ্জয়া ডি'লিসভা ২টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হন কুশল মেন্ডিস।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

নগ্ন হয়ে ঘুরছেন ঋষভ! তেলুগু ছবিতে পা, ন্যুডিটি নিয়ে ছুঁৎমার্গ নেই নায়কের বাড়িতে কোনদিকে বেদানা গাছ পোঁতা শুভ? লক্ষ্মীর কৃপায় অর্থভাগ্য তুঙ্গে রাখতে টিপস ময়নার বিজেপি নেতা খুনের তদন্ত করবে এনআইএ, রায় বহাল রাখল কলকাতা হাইকোর্ট Match Fixing-র অভিযোগ! ২ ভারতীয়ের পাসপোর্ট বাজেয়াপ্ত করতে বলল শ্রীলঙ্কার আদালত অসমের ডিটেনশন ক্যাম্প থেকে ১৭ বিদেশিকে দেশে পাঠান, কেন্দ্রকে সুপ্রিম নির্দেশ ‘তৃণমূলে থাকলেই ভাল, না থাকলে…’! অভিষেকের ‘খাঁচায় বন্দি’ মন্তব্যে অজুর্নের জবাব ১৮টার মধ্যে ১২টা আসন পাবে বিজেপি, সাংবাদিক বৈঠকে মেনে নিলেন সুকান্ত মজুমদার ভারতীয়রা ছিলেন রোহিতের পক্ষে, বিদেশিরা হার্দিকের- এটাই কি MI-এর ব্যর্থতার কারণ? মুম্বইতে গাড়ির উপর ভেঙেছিল হোর্ডিং, উদ্ধার প্রাক্তন এটিসি কর্তা ও স্ত্রীর দেহ অদ্ভুত চাহনি ভয় ধরাচ্ছে, ঘামে ভেজা শরীর, বক্সিং কোর্টে দাঁড়িয়ে ইনি কে?

Latest IPL News

Match Fixing-র অভিযোগ! ২ ভারতীয়ের পাসপোর্ট বাজেয়াপ্ত করতে বলল শ্রীলঙ্কার আদালত ভারতীয়রা ছিলেন রোহিতের পক্ষে, বিদেশিরা হার্দিকের- এটাই কি MI-এর ব্যর্থতার কারণ? IPL-‘লিগের শেষ লগ্নে এবার আমরা ওদের আনন্দ নষ্ট করব’, ভাইরাল স্যাম কারানের ভিডিয়ো কোহলি ভাইয়ার নেট সেশন দেখে পয়েন্ট করি- বিরাটের থেকে শেখেন কীভাবে,জানালেন পাতিদার দ্রাবিড়ের জায়গায় কি ভারতীয় দলের কোচ হবেন স্টিফেন ফ্লেমিং? কী বললেন CSK-র CEO? IPL-‘ও আমার কোচ নয়,বড় দাদা’, এক সময়ের ত্রাসকে নিয়ে বার্তা ইশান্ত শর্মার, ভিডিয়ো টিকিট কিনতে গিয়ে ৩ লক্ষ টাকার Online প্রতারণা! সাবধান, ভুলেও কখনও এমনটা করবেন না গম্ভীর, শ্রেয়স জুটির হাত ধরে অপেক্ষার অবসান, প্রথমবার আইপিএলের টেবিল টপার KKR CSK-র মেন্টাল কন্ডিশনিং কোচকে নিযুক্ত করে জয়ের ঠিকানা খুঁজতে চাইছে পাকিস্তান এই কারণে আমরা ম্যাচটা হারলাম- কাদের উপর হারের দায় চাপালেন সঞ্জু স্যামসন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ