যে খবরের জন্য কয়েক বছর ধরে অপেক্ষা করছিলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ফ্যানরা, অবশেষে এল সেই খবরটা। ফের কেকেআর শিবিরে যোগ দিচ্ছেন গৌতম গম্ভীর। খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে দু'বার কেকেআরকে আইপিএল জেতানোর পর এবার মেন্টর হিসেবে নাইট ব্রিগেডকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যমাত্রা নিয়ে নাইট শিবিরে ফিরতে চলেছেন ‘ঘরের ছেলে’। যিনি কেকেআরের ইতিহাসে সবথেকে সফল অধিনায়ক। আর ট্রফির জয়ের হিসেবে বিচার করলে কেকেআরের একমাত্র সফল ক্যাপ্টেন। বুধবার কেকেআর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেন্টর হিসেবে নাইট ব্রিগেডে যোগ দিচ্ছেন গম্ভীর। হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবেন।
কেকেআরে যোগদানের পর আবেগে ভেসে গিয়েছেন গম্ভীর। বরাবরের আবেগহীন এক মানুষ বলেন, ‘আমি একেবারেই ইমোশনাল (আবেগপ্রবণ) লোক নই। খুব বেশি জিনিসে আমি প্রভাবিত হই না। কিন্তু এটা আলাদা বিষয়। যেখানে সবকিছুর সূত্রপাত হয়েছিল, সেখানেই ফিরে যাওয়া হচ্ছে। আবারও ওই বেগুনি এবং সোনালি জার্সি পরার কথা ভেবে আমার হৃদয়ে আগুন জ্বলছে। আমি শুধুমাত্র কেকেআরে ফিরে আসছি না। আমি সিটি জয় জয়ে (কলকাতা) ফিরে আসছি। আমি ফিরে এসেছি। আমি ক্ষুধার্ত। আমি নম্বর ২৩ (কেকেআরে যে জার্সি পরতেন)। আমি কেকেআর।’
গম্ভীর যে ফের ‘আমি কেকেআর’ বলতে পারেন, সেটার ইঙ্গিত এবার আইপিএলেই মিলেছিল। ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের সময় বেঙ্কি মাইসোরদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল গম্ভীরকে। পরবর্তীতে কেকেআরের মালিক শাহরুখ খানের (SRK) বাড়িতেও গিয়েছিলেন। তার জেরে জল্পনা আরও বেড়েছিল। আর অবশেষে সরকারিভাবে কেকেআরের গম্ভীরের ফিরে আসার বিষয়টি ঘোষণা করা হল।
আরও পড়ুন: Venkatesh Iyer Gets Engaged: বাগদান সারলেন KKR তারকা বেঙ্কটেশ আইয়ার, পাত্রী কে?
আর গম্ভীর কেকেআরে ফিরে আসায় উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন শাহরুখ। তিনি বলেন, ‘গৌতম সবসময় আমাদের পরিবারের অংশ ছিল। নয়া মেন্টর অবতারে আমাদের ক্যাপ্টেন ঘরে ফিরে আসছে। ওকে খুব মিস করতাম। এখন চন্দু স্যার এবং গৌতমের যুগলবন্দির অপেক্ষায় আছি। যাঁরা টিম কেকেআরের সঙ্গে ম্যাজিক তৈরি করবে।’
অধিনায়ক হিসেবে কেকেআরে গম্ভীর
২০১১ সালের মেগা নিলামে গম্ভীরকে দলে নিয়েছিল কেকেআর। একটা ধুঁকতে থাকা দলকে নিজের হাতে করে দাঁড় করিয়েছিলেন গম্ভীর। ২০১৭ সাল পর্যন্ত কেকেআরের অধিনায়ক ছিলেন। পাঁচবার কেকেআরকে আইপিএলের প্লে-অফে তুলেছিলেন। আর ২০১২ সাল এবং ২০১৪ সালে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন।
আরও পড়ুন: IPL 2024- এ DC-কে নেতৃত্ব দেবেন পন্তই- বড় দাবি সৌরভের