একের পর এক ধাক্কা শ্রীলঙ্কা ক্রিকেটে। একে তো বিশ্বকাপে চূড়ান্ত ভরাডুবির মুখে পড়তে হয় কুশল মেন্ডিসদের। তার উপর বিশ্বকাপ অভিযান শেষ করার পরেই আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করে শ্রীলঙ্কা বোর্ডকে। এবার একটি গুরুত্বপূর্ণ আইসিসিস টুর্নামেন্ট আয়োজনের সুযোগ হাতছাড়া হয় দ্বীপরাষ্ট্রের।
২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে আইসিসি সেই টুর্নামেন্ট দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রশাসনিক ডামাডোলের দিকে তাকিয়েই এমন সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে শ্রীলঙ্কা বোর্ড নির্বাসিত হওয়ার পরেই যুব বিশ্বকাপ আয়োজনের স্বত্ব হারানোর আশঙ্কা উঁকি দিচ্ছিল তাদের। শেষেমশ মঙ্গলবার আমদাবাদের বোর্ড মিটিংয়ে সেই সম্ভাবনায় সিলমোহর দেয় আইসিসি। দ্বীপরাষ্ট্রের যাবতীয় ক্রিকেট কর্মযজ্ঞ নিরবিচ্ছিন্নভাবে চলতে পারে। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের উপরে যে নির্বাসনের শাস্তি চাপিয়ে দিয়েছে আইসিসি, তা বলবৎ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
কবে শুরু হওয়ার কথা পরবর্তী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ:-
নতুন বছরের ১৪ জানুয়ারি শুরু হওয়ার কথা ২০২৪-এর যুব বিশ্বকাপ। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি। শ্রীলঙ্কায় থেকে দক্ষিণ আফ্রিকায় সরলেও একটি সমস্যা এক্ষেত্রে মাথা চাড়া দেয়। আসলে সেই সময়ে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে এসএ-২০'র দ্বিতীয় সংস্করণ। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের নতুন এই টি-২০ লিগ অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। যদিও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ২টি বড় টুর্নামেন্ট পাশাপাশি চালাতে অসুবিধা হবে না বলেই জানিয়ে দেয়।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে কেন নির্বাসিত করে আইসিসি:-
উল্লেখ্য, গত ১০ নভেম্বর শ্রীলঙ্কার সদস্যপদ খারিজ করে দেয় আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদস্য হওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত ভাঙে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেই কারণেই আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করে তাদের।
আরও পড়ুন:- Venkatesh Iyer Gets Engaged: বাগদান সারলেন KKR তারকা বেঙ্কটেশ আইয়ার, পাত্রী কে?
আসলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা কোনও দেশের ক্রিকেট বোর্ডের স্বায়ত্বশাসন নিয়ে আপোষ করে না। ক্রিকেট বোর্ডের পরিচালনায় অথবা কাজকর্মে সরকারি হস্তক্ষেপ একেবারেই বরদাস্ত করে না তারা। তাই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আভ্যন্তরীণ বিষয়ে সরকারি হস্তক্ষেপ দেখেই অতি সত্ত্বর ওদেশের সদস্যপদ বাতিল করে আইসিসি।
যদিও মঙ্গলবারের বোর্ড মিটিংয়ে শ্রীলঙ্কা ক্রিকেট নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেয় আইসিসি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নির্বাসিত থাকাকালীনও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবে ওদেশের ক্রিকেট দল।