বাংলা নিউজ > ক্রিকেট > IND vs SA 1st ODI Predicted XI: T20-তে দুর্দান্ত পারফরম্যান্স, ODI-তে রিঙ্কুকে সুযোগ দেবেন রাহুল? কেমন হবে প্রথম একাদশ?

IND vs SA 1st ODI Predicted XI: T20-তে দুর্দান্ত পারফরম্যান্স, ODI-তে রিঙ্কুকে সুযোগ দেবেন রাহুল? কেমন হবে প্রথম একাদশ?

অনুশীলনে কোচের সঙ্গে কথা বলছেন কেএল রাহুল। ছবি-এক্স

টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন রিঙ্কু সিং। আজ থেকে শুরু হচ্ছে ওডিআই সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআইতে অভিষেক হয় কিনা রিঙ্কুর, সেই দিকেই তাকিয়ে গোটা দেশ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হচ্ছে আজ অর্থাৎ ১৭ ডিসেম্বর থেকে। ইতিমধ্যেই নিজেদের প্রথম একাদশকে নিয়ে মাথা ঘামাতে শুরু করে দিয়েছে দুই দল। প্রোটিয়াদের কাছে একাধিক বড় হিটার থাকলেও, ওপেনিং জুটির ক্ষেত্রে চাপে রয়েছে টিম ইন্ডিয়া। এর প্রধান কারণ রোহিত শর্মা ও শুভমন গিলের না থাকা। সুতরাং টিম ইন্ডিয়াকে ভাবতে হবে নতুন ওপেনিং জুটির কথা। এই ক্ষেত্রে একটি বড় সুযোগ রয়েছে দুই ক্রিকেটারের দিকে। যাদের অভিষেক হতে পারে। মনে করা হচ্ছে রজত পতিদার ও সাই সুদর্শনকে দলে নেওয়া হতে পারে এবং এই দুজনকে দিয়েই হয়তো ওপেন করাতে পারেন কেএল রাহুল। অন্যদিকে, বহুদিন পর দলে কামব্যাক করতে চলেছেন উইকেটরক্ষক পিঞ্চ হিটার ব্যাটার সঞ্জু স্যামসন। এছাড়াও বলে রাখা ভালো, টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করা রিঙ্কুরও অভিষেক হতে পারে।

রবিবার জোহানেসবার্গে মুখোমুখি হবে দুই দল। তিনটি ফরম্যাটে তিনটি ভিন্ন অধিনায়ককে নির্বাচিত করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একদিনের সিরিজের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে কেএল রাহুলকে। তবে তার আগে ওপেনিং জুটি নিয়ে সমস্যা হতে পারে টিম ইন্ডিয়ার। ঠিক এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ক্রিকেটপ্রেমী সকলেই। তবে এই বাঁধার মাঝেও দুই তরুণ খেলোয়াড়দের জন্য বড় সুযোগ দেখছে পাচ্ছেন বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে আজ রজত পাতিদার ও সাই সুদর্শনকে দেওয়া হতে পারে ওপেনিং করার দায়িত্ব।

মধ্যপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের জেরে দলে জায়গা করে নিয়েছেন রজত পতিদার। বিশেষ করে আইপিএলে এই তরুণ ক্রিকেটারের ব্যাটিং রেকর্ড ছিল চোখে পড়ার মত ৮টি ম্যাচ খেলে তাঁর মোট রান ৩৩৩ এবং গড় ৫৫.৫০। এছাড়াও রঞ্জি ট্রফিতেও একাধিক বড় এবং ম্যাচ উইনিং ইনিংস খেলে রজত। অন্যদিকে, সাই সুদর্শনের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই। তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেটে এবং নিজের আইপিএল দল গুজরাট টাইটানসের হয়ে একাধিক ম্যাচ জেতানো ইনিংস খেলে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। আইপিএলের গত মরশুমে তাঁর মোট সংগ্রহ ৩৬২ এবং গড় পঞ্চাশের বেশি। এছাড়াও সাইকে দুর্দান্ত ব্যাটিং করতে দেখা গিয়েছে কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে।

এই ম্যাচে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, লম্বা সময় পর সঞ্জু স্যামসনের দলে কামব্যাক। সত্য শেষ হওয়ার বিজয় হাজারে ট্রফিতে সঞ্জুর ব্যাটিং পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। এছাড়া বিশেষজ্ঞদের মতে পাকাপাকিভাবে তিন নম্বর এবং ৪ নম্বর পজিশনে ব্যাট করতে দেখা যাবে কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ারকে এবং পরের দিকে বড় রান গড়ার দায়িত্ব দেওয়া হবে তিলক বর্মাকে। অলরাউন্ডার হিসেবে একমাত্র অক্ষর প্যাটেলকেই দলে দেখা যেতে পারে। এছাড়া দ্বিতীয় স্পিনার হিসেবে দলে থাকার সম্ভাবনা বেশি কুলদীপ যাদবের। রইল কথা পেস বিভাগের, তাহলে পিচের কথা মাথায় রেখে আজ তিন পেসার নিয়ে খেলতে নামতে পারে টিম ইন্ডিয়া। দলে থাকার সম্ভাবনা বেশি আর্শদীপ সিং, মুকেশ কুমার ও আবেশ খানের।

পাশাপাশি এও বলে রাখা ভালো, ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে প্রোটিয়ারা। স্বাভাবিক ভাবেই তারা চাইবে এই সিরিজে ঘুরে দাঁড়াতে। ফলে ভারতের কাছে মোটেই সহজ হবে না এই ম্যাচ। নিজেদের চেনা পরিবেশে বিপক্ষকে রুখে দিতে বদ্ধপরিকর প্রোটিয়া শিবির। এবার এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ।

ভারত- রজত পাতিদার, সাই সুদর্শন, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, তিলক বর্মা, সঞ্জু স্যামসন/রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মুকেশ কুমার এবং আবেশ খান।

দক্ষিণ আফ্রিকা- রিজা হেন্ডরিক্স, টনি, রাসি ভ্যান ডার দাসেন, এডেন মার্করাম, ক্লাসেন, ডেভিড মিলার, ফেলুকোয়াও, মাল্ডার, বার্গার, কেশব মহারাজ/শামসি এবং উইলিয়ামস।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন? HT-তে মুখ খুললেন প্রিয়াঙ্কা CAA-র অধীন নাগরিকত্ব প্রাপ্ত পাকিস্তানি শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ মোদীর গ্রেফতার বিভব! আপ বলছে 'ভুয়ো মামলা', দল 'U Turn' নিয়েছে-ক্ষোভ স্বাতীর বিজেপির প্রকল্পে ১,১৪০ কোটি টাকার ক্ষতি! নিজের সরকারকেই অভিযুক্ত করলেন মন্ত্রী ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা, এই বছরেই সই হবে চুক্তি জুতো ছিঁড়তে নিজেই সেফটিপিন দিয়ে করলেন ঠিক, 'মাটির মানুষ' মমতায় আপ্লুত নেটপাড়া উপহারের নামে প্রতারণা! ইনস্টাগ্রামে ভাই সেজে ২ লক্ষ টাকা ঠকিয়ে নিল ব্যক্তি এখানে আর তৃণমূল-বিজেপির লড়াইয়ের ভোট নয়, দক্ষিণ ২৪ পরগনায় নয়া হিসেব দিলেন অভিষেক প্লেনের দরজা থেকে পড়ে গেলেন ব্যক্তি, টেক অফের আগেই বড় দুর্ঘটনা! ভিডিয়ো ভাইরাল

Latest IPL News

রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.