ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়া পঞ্চম টি-টোয়েন্টি বাজে ভাবে হেরে গিয়ছে। যার জেরে সিরিজও হাতছাড়া হয়ে গিয়েছে তাদের। ১৭ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম বারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ (ন্যূনতম তিনটি ম্যাচ) হারল ভারত। টি-টোয়েন্টি সিরিজে ০-২ পিছিয়ে পড়ে দুরন্ত প্রত্যাবর্তন করেছিলেন হার্দিক পান্ডিয়ারা। তবে পঞ্চম টি-টোয়েন্টি হেরে বসে নিজেদের মুখ পুড়িয়েছে টিম ইন্ডিয়া।
এশিয়া কাপ শুরুর ঠিক আগে ভারতের এই ব্যর্থতা সকলকেই চিন্তায় ফেলেছে। ভক্তরা ভারতীয় দলের অবস্থান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। ওডিআই-এও কিন্তু ভারত ক্লিনশিট রাখতে পারেনি। সব মিলিয়ে উদ্বেগ বাড়াটাই স্বাভাবিক। তবে প্রধান কোচ রাহুল দ্রাবিড় সিরিজ হারের পর দলের ভুলত্রুটি সম্পর্কে মুখ খোলার পাশাপাশি এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য একটি চমকপ্রদ খবর দিয়েছেন।
আরও পড়ুন: স্টোকস ODI World Cup খেললে কপাল পুড়বে CSK-এর, 2024 IPL-এর সময় হবে অস্ত্রোপচার
ভারতীয় ওয়ানডে দলের জন্য একটি বড় উদ্বেগ হল মিডল অর্ডার। শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলের অনুপস্থিতিতে নানা পরীক্ষা চালিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু তারা সাফল্য পায়নি। এর মাঝেই সমর্থকদের উদ্বেগ বাড়িয়ে শোনা যাচ্ছিল, শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল ফিট হতে আরও সময় নেবেন। এবং তারা সম্ভবত এশিয়া কাপ মিস করবেন। তবে রবিবার রাহুল দ্রাবিড় ইঙ্গিত দিয়েছেন যে, দুই তারকা ব্যাটসম্যানই এশিয়া কাপে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত।
ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেছেন যে, শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল ফিরে আসবে দলে। তাদের এশিয়া কাপে সুযোগ দিতে হবে। ভারতের প্রধান কোচের দাবি, ‘আমাদের কিছু প্লেয়ার চোট সারিয়ে দলে ফিরবে। তাদের এশিয়া কাপে খেলার সুযোগ করে দিতে হবে। সত্যি কথা বলতে, আমি এখনই এশিয়া কাপ নিয়ে কোনও চিন্তা করিনি।’
এনসিএ-তে এশিয়া কাপের ক্যাম্প করবে ভারত
দ্রাবিড় আরও জানিয়েছেন যে, এশিয়া কাপের জন্য নির্বাচিত ভারতীয় দলের প্লেয়াররা শ্রীলঙ্কায় যাওয়ার আগে টুর্নামেন্টের প্রস্তুতির জন্য এনসিএ-তে শিবিরে যোগ দেবেন। যে শিবির শুরু হবে এক সপ্তাহ পরে। দ্রাবিড় বলেছেন, ‘আমরা কয়েক দিন ছুটি পাব। এবং তার পর ২৩ অগস্ট থেকে বেঙ্গালুরুর এনসিএ-তে ক্যাম্প করব। এশিয়া কাপের প্রস্তুতির জন্য আমরা সেখানে ওয়ানডে দল হিসেবে একত্রিত হব।’
ভারত ২ সেপ্টেম্বর পালেকেলে পাকিস্তানের বিরুদ্ধে তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে। এবং তাদের গ্রুপ পর্বের অন্য ম্যাচে ভারত ৪ সেপ্টেম্বর নেপালের মুখোমুখি হবে।