আগের ম্যাচেই (২৯ মার্চ) বিরাট কোহলির থেকে ব্যাট নিয়েছিলেন। আর নেটে ব্যাটিংয়ের সময় সেটা ভেঙে গিয়েছে। তাই শনিবার ইডেন গার্ডেন্সে বিরাটের থেকে ফের ব্যাট চাইতে গেলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা রিঙ্কু সিং। আর এমনভাবে তিনি ব্যাট চাইলেন, যা দেখে হাসি থামাতে পারলেন না নেটিজেনরা। প্রথমে তো বিরাটের থেকে সরাসরি ব্যাট চাইতে পারেননি রিঙ্কু। বিরাটের দেওয়া ব্যাটটা ভেঙে গিয়েছে বলে কথা শুরু করেন। তারপর সেই সংক্রান্ত কথা বলতে থাকেন। বিরাট সম্ভবত বুঝতেও পেরেছিলেন যে রিঙ্কুর মতলবটা কী। তাই ব্যাট দেওয়ার বিষয়ে কোনও উচ্চবাচ্য করেননি। শেষপর্যন্ত আর থাকতে না পেরে ব্যাট চেয়ে নেন রিঙ্কু। সটান বলে দেন যে ‘তোমার দিব্যি, আর ব্যাট ভাঙব না।’ যদিও বিরাট সাফ জানিয়ে দেন যে দুটি ম্যাচে দুটি ব্যাট দেবেন নাকি? তারপর তিনি চলে যান। পরে তিনি রিঙ্কুকে ব্যাট দিয়েছেন কিনা, তা অবশ্য এখনও জানা যায়নি।
ব্যাট নিয়ে ইডেন গার্ডেন্সে রিঙ্কু এবং বিরাটের সেই কথোপকথন
রিঙ্কু: স্পিনারের বিরুদ্ধে খেলার সময় ব্যাট ভেঙে গিয়েছে।
বিরাট: আমার ব্যাট?
রিঙ্কু: হ্যাঁ।
বিরাট: স্পিনারের বিরুদ্ধে খেলার সময় ভেঙে দিয়েছিস তুই?
রিঙ্কু: হ্যাঁ।
বিরাট: কোথা থেকে ভেঙে গিয়েছে?
রিঙ্কু: এখান থেকে পুরো ফেটে গিয়েছে।
বিরাট: তো আমি কী করব ভাই?
রিঙ্কু: কিছু না, আমি বলছি।
বিরাট: ঠিক আছে, ভালো করেছিস যে তুই বলে দিয়েছিস। আমার এইসব তথ্য চাই না (হাসিমুখে)।
বিরাট: বেকার ব্যাট ভাই এটা (রিঙ্কু ব্যাটে বল নাচাচ্ছিলেন)।
রিঙ্কু: তো তুমি পাঠাচ্ছ?
বিরাট: কাকে পাঠাব?
রিঙ্কু: এই নাও, রেখে দাও।
বিরাট: হ্যাঁ, চল, পরে দেখা হবে।
বিরাট: একটা ম্যাচ আগেই একটা ম্যাচ নিয়ে গেলি তুই। দুটো ম্যাচে তোকে দুটো ব্যাট দেব নাকি? তোর জন্য আমার পরে যা হাল হয় না।
রিঙ্কু: তোমার দিব্যি, আর ব্যাট ভাঙব না। ভেঙে গিয়েছে ওটা। দেখাচ্ছি তোমায়।
আর বিরাট এবং রিঙ্কুর কথোপথনের সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন বলেন, ‘ব্যাট চাওয়ার ধরনটা বেশ ক্যাজুয়াল।’ সেইসঙ্গে হাসির ইমোজি দিয়েছেন। অপর একজন বলেন, ‘রিঙ্কু ভাই, এই ব্যাট দিয়েই এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আজ ইডেনে আরসিবির বিরুদ্ধে নামবে কেকেআর) উড়িয়ে দিও।’ এক নেটিজেন বলেন, ‘তোমার দিব্যি, আর ব্যাট ভাঙব না। হাহা!!’