শুভব্রত মুখার্জি: ভক্তরা তাঁকে ক্রিকেট মাঠে দেখতেই অভ্যস্ত। কখনও ব্যাট হাতে, আবার কখনও উইকেট কিপিং গ্লাভস হাতে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সঞ্জু স্যামসন। কেরালার এই কিপার ব্যাটার আইপিএলে নিয়মিত অধিনায়কত্বের দায়িত্বও সামলান। রাজস্থান রয়্যালসের হয়ে খেলা সঞ্জু স্যামসন এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটেও ভারতীয় দলে খেলছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মাটিতে সাদা বলের ফর্ম্যাটে একটি অনবদ্য শতরানও হাঁকিয়েছেন তিনি। বর্তমানে তিনি রয়েছেন দেশেই। টেস্টে ভারতীয় দলে জায়গা পাননি তিনি। দেশে এক অচেনা অবতারে দেখা দিল তাঁকে। ক্রিকেট ব্যাট ছেড়ে তুলে নিলেন ফুটবল বুট। আর সেই বুট পড়েই মাঠে দাপাতে দেখা গেল সঞ্জু স্যামসনকে। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরালও হয়ে গিয়েছে।
বুট পরে কিন্তু পাড়ায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা নয়, রীতিমতো স্থানীয় টুর্নামেন্টে খেলতে দেখা গেল সঞ্জুকে। ফুটবলার সঞ্জুকে রীতিমতো লড়াই করতে দেখা গেল ফুটবল মাঠে। তাঁকে দেখতে রীতিমতো ভিড় জমে গিয়েছিল মাঠে। ত্রিবান্দ্রামে খেলা হয় এই স্থানীয় টুর্নামেন্ট। সেভেনস অর্থাৎ সাত সদস্যকে নিয়ে খেলা হয় এই টুর্নামেন্টে। প্রতি দলে সাতজন করে ফুটবলার খেলেছেন এই টুর্নামেন্টে। টুর্নামেন্টে অনবদ্য ড্রিবলিং স্কিল দেখা গিয়েছে তাঁর পা থেকে। উল্লেখ্য ফুটবলের সঙ্গে নিবীড় যোগ রয়েছে সঞ্জুর পরিবারের। তাঁর বাবা একটা সময়ে ফুটবলার ছিলেন। তিনি দিল্লি পুলিশের ফুটবল দলের হয়ে খেলতেন। সঞ্জুর ফুটবল খেলার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
প্রসঙ্গত ওয়ানডে ফর্ম্যাটে সঞ্জু তাঁর প্রথম শতরান করেছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাঁর শতরানে ভর করেই ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। তৃতীয় ওয়ানডেতে শতরান করেছেন সঞ্জু। তিনি বোল্যান্ড পার্কে হাঁকিয়েছেন এই শতরান। মাত্র ১১৪ বলে করেছেন ১০৮ রান। তাঁর শতরানে ভর করেই ভারতীয় দল ওয়ানডে সিরিজ জিতেছে ২-১ ফলে। তাঁর শতরানে ভর করেই ভারতীয় দল ২৯৬ রান ওই ম্যাচে করতে সক্ষম হয়েছিল। যদিও ওডিআই বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে জায়গা পাননি তিনি। ইশান কিষান, সূর্যকুমার যাদবকে দলে সুযোগ দেওয়া হয়েছিল। সঞ্জু এরপরেই জানিয়েছিলেন গত তিন-চার মাস তাঁর কাছে মানসিকভাবে খুব কঠিন ছিল।