বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > BAn vs NZ, CWC 2023: ওডিআই ক্রিকেটের ইতিহাসে তৃতীয় দ্রুততম ২০০ উইকেট নেওয়া বোলার হলেন ট্রেন্ট বোল্ট

BAn vs NZ, CWC 2023: ওডিআই ক্রিকেটের ইতিহাসে তৃতীয় দ্রুততম ২০০ উইকেট নেওয়া বোলার হলেন ট্রেন্ট বোল্ট

ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশের বিরুদ্ধে বোল্ট ১০ ওভার বোলিং করে দেন ৪৫ রান। তুলে নেন দু'টি উইকেট। সেই সঙ্গে ওডিআই ক্রিকেটের ইতিহাসে তৃতীয় দ্রুততম বোলার হিসাবে ২০০টি উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি।

শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বাঁ-হাতি পেসার নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দুরন্ত গতিতে বল সুইং করানোর ক্ষমতা রাখেন এই বাঁ-হাতি পেসার। সারা বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগেও রীতিমতো দাপিয়ে খেলেন কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট। চলতি ওয়ানডে বিশ্বকাপেও বেশ ভালো ফর্মে রয়েছেন তিনি।মআর সেই ফর্ম ধরে রেখেই বাংলাদেশের বিরুদ্ধে এক বিশেষ কৃতিত্ব অর্জন করে ফেললেন বোল্ট। চেন্নাইতে শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটের ইতিহাসে তৃতীয় দ্রুততম বোলার হিসাবে ২০০টি উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি।

আরও পড়ুন: শুভমন দলে ফিরলে বাদ পড়বেন কে? অশ্বিনের ফেরার সম্ভাবনা, সিরাজের বদলে শামি?

ম‌্যাচে কিউয়িদের হয়ে দারুণ শুরু করেন বোল্ট। বাংলাদেশ ওপেনার লিটন দাসকে ফিরিয়ে দেন শূন্য রানেই। ক্যাচ নেন ম্যাট হেনরি। এর পর ফিরতি স্পেলে তুলে নেন তৌহিদ হৃদয়কে। ক্যাচ নেন মিচেল স্যান্টনার। আর ওডিআই ক্রিকেটে এটাই ছিল বোল্টের ক্যারিয়ারে ২০০তম উইকেট। এদিন বোল্ট ১০ ওভার বোলিং করে দেন ৪৫ রান। তুলে নেন দু'টি উইকেট। উল্লেখ্য, ২০১২ সালের জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বোল্টের। অর্থাৎ এক দশকের একটু বেশি সময় খেলেই নজির গড়া তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন বোল্ট। তিনি তাঁর ক্যারিয়ারের ১০৭তম ওয়ানডে ম্যাচে নিয়েছেন ২০০তম উইকেট। আর জায়গা করে নিয়েছেন দ্রুততম উইকেট শিকারিদের তালিকায়।

আরও পড়ুন: এক ম্যাচের জন্য নেতৃত্ব পাইনি, তাই এই ম্যাচের জন্য হারানোরও প্রশ্ন নেই- ভারতের বিরুদ্ধে নামার আগে জ্বালা মেটালেন বাবর

প্রসঙ্গত, এই তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। তিনিও খেলছেন চলতি ওডিআই বিশ্বকাপে। তিনি ১০২ ম্যাচে নিয়েছিলেন ২০০টি উইকেট। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন পাকিস্তানি স্পিনার সাকলিন মুস্তাক। তিনি ১০৪ ম্যাচে নিয়েছিলেন ২০০ উইকেট। আর তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিলেন ট্রেন্ট বোল্ট। তাঁর এই কৃতিত্বের পরে বাংলাদেশের ইনিংস শেষে তিনি ব্রডকাস্টারদের বোল্ট বলেন, ‘খুব ভালো লাগছে এই কৃতিত্ব (২০০ উইকেট নেওয়ার) অর্জন করতে পেরে। ওয়ানডে ফর্ম্যাট হল এমন এক ফর্ম্যাট, যেখানে আমি বছরের পর বছর খেলতে পছন্দ করে এসেছি।দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুশি। বিশ্বকাপে আমার দলের জন্য যোগদান করতে পেরে আমি আরও বেশি খুশি।’

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

জলে গেল ইরফান-ইউসুফের ঝোড়ো ইনিংস, লেজেন্ডস লিগের ফাইনালে কেদারের সুপারস্টার্স 'আরএসএস সকল প্রজন্মের অনুপ্রেরণা', সংগঠনের শতবর্ষে পদার্পণে বার্তা মোদীর কাশ্মীর থেকে কন্যাকুমারী দেশজুড়ে অনশনে বসবেন জুনিয়র ডাক্তাররা, বাংলার হাতে হাত বিয়ের পর প্রথম বিজয়ায় সিঁদুরে মাখামাখি দর্শনা, সিঁদুর খেললেন শুভশ্রী-রচনা-নুসরত বাংলার বিদ্বজ্জনদের চিঠি পৌঁছল মুখ্যমন্ত্রীর দুয়ারে, মধ্যস্থতায় ইমেল দু’‌পক্ষকে গান গেয়ে মা দুর্গাকে বিদায় জানালেন মমতা! শুনে নিন বিজয়ার গান, শেয়ার কুণালের ৩৭ বার ২০০-র বেশি রান! সামারসেট, CSK, RCB-কে টপকে T20-তে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর বাড়ানো হল সলমন খানের বাড়ির বাইরের নিরাপত্তা দশমীতে একটা নতুন শাড়ি কিনে দিলে না! চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ বধূর মুকেশ-শাহবাজের সাঁড়াশি আক্রমণে ভাঙল UP-র প্রতিরোধ, রঞ্জির ১ম ইনিংসে লিড বাংলার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.