শনিবার আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। আর রবিবারের মধ্যেই পাকিস্তানি ক্রিকেটার এবং পাকিস্তানি সাংবাদিকদের ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনই জানানো হল কলকাতা টিভির প্রতিবেদনে। ওই প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি ক্রিকেটার এবং সাংবাদিকের যে ভিসা দেওয়া হয়েছিল, তাতেই বলা হয়েছিল যে আগামী ২১ নভেম্বরের (বিশ্বকাপ ফাইনালের দু'দিন পরে) মধ্যে তাঁদের ভারত ছাড়তে হবে। অথবা বিশ্বকাপে পাকিস্তানের অভিযান শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ভারত ছেড়ে চলে যেতে হবে তাঁদের। সেই শর্ত অনুযায়ী, রবিবারের মধ্যেই তাঁদের ভারত থেকে চলে যেতে হবে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। তবে বিষয়টি নিয়ে ভারত সরকার, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। সরকারিভাবে কিছু জানায়নি পাকিস্তানি ক্রিকেট বোর্ডও (পিসিবি)।
কলকাতা টিভির প্রতিবেদন অনুযায়ী, কলকাতায় থাকার মধ্যেই পাকিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার জানিয়েছেন যে রবিবারই ভারত ছাড়ছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ রিজওয়ানরা। তাঁরা প্রাথমিকভাবে দুবাইয়ে উড়ে যাচ্ছেন। সেখান থেকে দুটি ভাগে বিভক্ত হয়ে পাকিস্তানে ফিরবেন বাবররা। কয়েকজন খেলোয়াড় লাহোরে ফিরে যাবেন। আর কয়েকজন ফিরে যাবেন করাচিতে। যদিও সরকারিভাবে পাকিস্তান ক্রিকেট দলের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
ওই প্রতিবেদন অনুযায়ী, মাঠে গিয়ে বিশ্বকাপের দুটি সেমিফাইনাল (ভারত বনাম নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া) এবং ফাইনাল (আমদাবাদে হবে আগামী ১৯ নভেম্বর) 'কভার' করতে পারবেন না পাকিস্তানি সাংবাদিকরা। তাঁদের পাকিস্তান ফিরে যেতে হবে। সেখান থেকে বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন। কিন্তু মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়ে প্রথম সেমিফাইনাল, কলকাতার ইডেন গার্ডেন্সে গিয়ে দ্বিতীয় সেমিফাইনাল এবং আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গিয়ে ফাইনাল ‘কভার’ করতে পারবেন না।
এমনিতে শনিবার ইডেনে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছে। শনিবার শুধু জিতলেই হত না, বাবরদের বিশাল বড় ব্যবধানে জিততে হত। তবেই নিউজিল্যান্ডকে ছাপিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারতেন। সেই পরিস্থিতিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ৩৩৭ রান তোলে ইংল্যান্ড। যে রানটা ৬.৪ ওভারের মধ্যে তুলে ফেলতে পারলে কিউয়িদের টপকে যেতেন বাবররা। কিন্তু সেটা হয়নি। উলটে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছে পাকিস্তান। ৯৩ রানে হার দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপ অভিযান। এবার বিশ্বকাপে মোট ন'টি ম্যাচ খেলেছে পাকিস্তান। জিতেছে চারটি ম্যাচে। পাঁচটি ম্যাচে হেরে গিয়েছে।