বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > Pakistan players 'asked to leave India': অবিলম্বে ভারত ছাড়তে হবে পাকিস্তানি প্লেয়ার ও সাংবাদিকদের, শর্ত ভিসায়- রিপোর্ট

Pakistan players 'asked to leave India': অবিলম্বে ভারত ছাড়তে হবে পাকিস্তানি প্লেয়ার ও সাংবাদিকদের, শর্ত ভিসায়- রিপোর্ট

ইডেনে আউট হয়ে ফিরছেন ফখর জামান। (ছবি সৌজন্যে রয়টার্স)

ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছে পাকিস্তান। সেই হারের আগেই অবশ্য বিশ্বকাপ থেকে ছিটকে যান বাবর আজমরা। রিপোর্ট অনুযায়ী, রবিবারের মধ্যেই তাঁদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে অবশ্য সরকারিভাবে কিছু জানানো হয়নি।

শনিবার আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। আর রবিবারের মধ্যেই পাকিস্তানি ক্রিকেটার এবং পাকিস্তানি সাংবাদিকদের ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনই জানানো হল কলকাতা টিভির প্রতিবেদনে। ওই প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি ক্রিকেটার এবং সাংবাদিকের যে ভিসা দেওয়া হয়েছিল, তাতেই বলা হয়েছিল যে আগামী ২১ নভেম্বরের (বিশ্বকাপ ফাইনালের দু'দিন পরে)  মধ্যে তাঁদের ভারত ছাড়তে হবে। অথবা বিশ্বকাপে পাকিস্তানের অভিযান শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ভারত ছেড়ে চলে যেতে হবে তাঁদের। সেই শর্ত অনুযায়ী, রবিবারের মধ্যেই তাঁদের ভারত থেকে চলে যেতে হবে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। তবে বিষয়টি নিয়ে ভারত সরকার, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। সরকারিভাবে কিছু জানায়নি পাকিস্তানি ক্রিকেট বোর্ডও (পিসিবি)।

কলকাতা টিভির প্রতিবেদন অনুযায়ী, কলকাতায় থাকার মধ্যেই পাকিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার জানিয়েছেন যে রবিবারই ভারত ছাড়ছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ রিজওয়ানরা। তাঁরা প্রাথমিকভাবে দুবাইয়ে উড়ে যাচ্ছেন। সেখান থেকে দুটি ভাগে বিভক্ত হয়ে পাকিস্তানে ফিরবেন বাবররা। কয়েকজন খেলোয়াড় লাহোরে ফিরে যাবেন। আর কয়েকজন ফিরে যাবেন করাচিতে। যদিও সরকারিভাবে পাকিস্তান ক্রিকেট দলের তরফে কোনও মন্তব্য করা হয়নি। 

আরও পড়ুন: ‘ওরা বলবে শত্রু দেশ আর পুজো করব আমরা?’ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে ফের পাকিস্তানকে ‘ছিঁড়ে খেলেন’ সেহওয়াগ

ওই প্রতিবেদন অনুযায়ী, মাঠে গিয়ে বিশ্বকাপের দুটি সেমিফাইনাল (ভারত বনাম নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া) এবং ফাইনাল (আমদাবাদে হবে আগামী ১৯ নভেম্বর) 'কভার' করতে পারবেন না পাকিস্তানি সাংবাদিকরা। তাঁদের পাকিস্তান ফিরে যেতে হবে। সেখান থেকে বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন। কিন্তু মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়ে প্রথম সেমিফাইনাল, কলকাতার ইডেন গার্ডেন্সে গিয়ে দ্বিতীয় সেমিফাইনাল এবং আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গিয়ে ফাইনাল ‘কভার’ করতে পারবেন না।

এমনিতে শনিবার ইডেনে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছে। শনিবার শুধু জিতলেই হত না, বাবরদের বিশাল বড় ব্যবধানে জিততে হত। তবেই নিউজিল্যান্ডকে ছাপিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারতেন। সেই পরিস্থিতিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ৩৩৭ রান তোলে ইংল্যান্ড। যে রানটা ৬.৪ ওভারের মধ্যে তুলে ফেলতে পারলে কিউয়িদের টপকে যেতেন বাবররা। কিন্তু সেটা হয়নি। উলটে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছে পাকিস্তান। ৯৩ রানে হার দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপ অভিযান। এবার বিশ্বকাপে মোট ন'টি ম্যাচ খেলেছে পাকিস্তান। জিতেছে চারটি ম্যাচে। পাঁচটি ম্যাচে হেরে গিয়েছে।

আরও পড়ুন: World Cup 2023 Semifinal Fixtures: আউট পাকিস্তান! ২০১৫-র পুনরাবৃত্তি হল ২০২৩-র বিশ্বকাপের সেমিতে, ইডেনে আসবে ভারত?

ক্রিকেট খবর

Latest News

তর্ক করতে আসা ল্যাবুশানকে ভাগিয়ে দিলেন আম্পায়াররা, নির্বাসিত হতে পারেন মার্নাস আজ শুরু মহালক্ষ্মী ব্রত, অর্থ সংকট দূর করতে কী করবেন জেনে নিন সিবিআই দফতরে রাজ্য পুলিশের কর্তা, সেই ডিসি নর্থ! বেরোলেন ঘণ্টাখানেক পরে মাত্র ৪৯ বছর বয়সে জীবনাবসান মাঙ্গে খানের, লোক শিল্প হারালো অনবদ্য এক গায়ককে বহিষ্কারের সিদ্ধান্ত থেকে পিছিয়ে থ্রেট কালচারে অভিযুক্ত ৫পড়ুয়া সাসপেন্ড ৬ মাস কাশ্মীরে ভোটের ঠিক আগে পাঁচ বছর বাদে জেল থেকে মুক্ত সাংসদ রশিদ, তুঙ্গে জল্পনা নমাজের সময় ঢাক বাজাবেন না, দুর্গাপুজোয় শান্তিরক্ষায় নির্দেশ বাংলাদেশে এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে এবার ভারতীয় সঞ্চালক! কে এই গুরুদায়িত্ব পালন করবেন? ৬তলা থেকে ঝাঁপ! বাবার আকস্মিক মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন বিধ্বস্ত মালাইকা ‘রাজনীতির খেলা নেই’,ভোররাতে কেন মেল মমতাকে? জবাব দিলেন ডাক্তাররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.