পঞ্চায়েত নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই আক্রমণাত্মক হয়ে উঠছেন মদন মিত্র। একবার বলছেন, কেন্দ্রীয় বাহিনী কত দিন? পঞ্চায়েত নির্বাচন যত দিন ততদিন। তারপর আমরা সারাদিন। রাজ্যপালকে খোঁচা দিয়ে বলছেন, কানে উল্টো করে বিড়ি গুঁজে চোখে সানগ্লাস পড়লে কোন অভিনেতার মতো লাগত? আবার নির্বাচন হবে একটু টুকটাক আওয়াজ হবে না তা কি হয়! এসব নিয়ে যখন সরগরম রাজ্য–রাজনীতি তখন এবার ফিল্মি সংলাপ আউড়ে বিরোধীদের হুঁশিয়ারি দিলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র।
তিনি বরাবরই চমকে দেওয়ার মতো মন্তব্য করে থাকেন। সঙ্গে থাকেন ফেসবুক লাইভে। নানা রঙের বাহারি পোশাক পরে নিজেকে রঙিন করে রাখেন। তাই একবার তাঁকে স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মদন আমাদের কালার ফুল নেতা। সেই তখন থেকেই তিনি তৃণমূল কংগ্রেসের ‘রঙিন’ নেতা। এবার সেই মদন মিত্র বিরোধীদের বার্তা দিলেন ফিল্মি সংলাপ আউড়ে। ‘শোলে’ সিনেমার বিখ্যাত সংলাপ ‘ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর’ শোনা গেল তাঁর গলায়। তবে কার হাত তিনি চাইলেন সেই নামটি স্পষ্ট করেননি। তবে এই মন্তব্যের পর থেকেই ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে।
ঠিক কী বলেছেন মদন? পঞ্চায়েত নির্বাচন হবে আগামী ৮ জুলাই। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে দড়ি টানাটানি চলছে। তার মধ্যেই মদন মিত্র কামারহাটিতে দাঁড়িয়ে দলীয় একটি অনুষ্ঠানমঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলিউড ছবির সংলাপ আউড়ে বলেন, ‘বাইরে কেন্দ্রীয় বাহিনী থাকুক। কিন্তু ব্যালট বক্সে বিজেপি, সিপিএম, কংগ্রেসের কেউ হাত দিতে গেলে ওই হাত বাক্সে থেকে যাবে। তখন স্লোগান হবে একটাই—ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর। কর্মীরা আমাদের কুরবানি দেখেছেন। এবার কুরবানির জন্য প্রস্তুত হোন।’
বিজেপি ঠিক কী বলছে? মদন মিত্রের এই ফিল্মি কায়দায় হুঁশিয়ারিতে চমকে উঠেছেন বিরোধীদের অনেকেই। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই মনোনয়ন–পর্ব পর্যন্ত নানা হিংসার ঘটনা সামনে এসেছে। আবার কি লাশ পড়বে? আতঙ্কিত অনেকেই। তবে এই নিয়ে বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘তৃণমূল ভেবেছিল ২৫ হাজার বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে। সেটা হয়নি। তাই মদন মিত্র এসব বলছেন।’ তবে মদন মিত্র একদিন আগেই বলেছেন, ‘কেন্দ্রীয় বাহিনী না থাকলে বিরোধীরা বলবে ফাঁকা মাঠে গোল দিয়েছি। থাকলে বলতে পারবে না।’