উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুর - পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে চোখ সমগ্র দেশের। সোমবার সন্ধ্যায় উত্তরপ্রদেশ নির্বাচনের সপ্তম দফার ভোট শেষ হবে। আর এরপর আর কয়েক ঘণ্টার অপেক্ষা। নির্বাচনের ফলাফল ১০ মার্চ প্রকাশ করা হবে। তবে মাঝের এই দুই দিন মানুষের মধ্যে কৌতুহলের শেষ থাকবে না। বিজেপি কি উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে পারবে? কংগ্রেস পারবে পঞ্জাবে ফের সরকার গড়তে? গোয়ায় কি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি চমক দেখাতে পারবে? এই সব প্রশ্নের জবাব আমরা পাব বৃহস্পতিবার। তবে তার আগে আজকেই বুথ ফেরত সমীক্ষার এই প্রশ্নের জবাবের এক আন্দাজ মিলতে পারে।
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে৷ তার আগে ৬টা পর্যন্ত চলবে উত্তরপ্রদেশের সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব।
ভারতের সবচেয়ে বিশিষ্ট এক্সিট পোলগুলি চাণক্য, সিভোটার এবং মাই অ্যাক্সিস ইন্ডিয়ার দ্বারা পরিচালিত হয়। এবিপি নেটওয়ার্ক, টাইমস নাও, ইন্ডিয়া টুডে, আজ তক, জি নিউজ, টিভি৯ ভারতবর্ষ এবং অন্যান্য টিভি চ্যানেলে তা দেখানো হয়।
এই বছর ৪০৩ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচন মোট ৭ দফায় - ১০, ১৪, ২০, ২৩, ২৭, ফেব্রুয়ারি এবং ৩ ও ৭ মার্চ অনুষ্ঠিত হয়েছিল। এদিকে উত্তরাখণ্ডের ৭০টি আসন এবং গোয়ার ৪০টি আসনের জন্য ভোটগ্রহণ হয়েছিল ১৪ ফেব্রুয়ারি। ১১৭ আসনের পঞ্জাব বিধানসভার নির্বাচন ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। ২৭ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ, দুই দফায় অনুষ্ঠিত হয়েছিল ৬০ সদস্যের মণিপুর বিধানসভার নির্বাচন।