HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Odisha BJP-BJD Alliance: সব শত্রুতা ভুলে জোট চর্চায় শাসক-বিরোধী! মোদী-নবীন রসায়নে খেলা ঘুরবে ওড়িশায়?

Odisha BJP-BJD Alliance: সব শত্রুতা ভুলে জোট চর্চায় শাসক-বিরোধী! মোদী-নবীন রসায়নে খেলা ঘুরবে ওড়িশায়?

২০১৯ সালে ওড়িশায় একই সঙ্গে হয়েছিল লোকসভা এবং বিধানসভা নির্বাচন। সেই সময় লোকসভা নির্বাচনে নবীনের দলকে কড়া টক্কড় দিয়েছিল পদ্ম শিবির। তবে বিধানসভায় বিজেডির থেকে বহু পিছনে ছিল বিজেপি। তবে রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা পেয়েছিল গেরুয়া শিবিরই।

নরেন্দ্র মোদী এবং নবীন পট্টনায়েক

এক সময়ে বিজু জনতা দলের হাত ধরেই ওড়িশায় নিজেদের প্রসার ঘটিয়েছিল বিজেপি। তবে অটল জমানার অবসানের পর এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছিলেন নবীন পট্টনায়েক। এরপর বিগত কয়েক বছরে ওড়িশার প্রধান বিরোধী দল হয়ে উঠেছিল বিজেপি। ২০১৯ সালে ওড়িশায় একই সঙ্গে হয়েছিল লোকসভা এবং বিধানসভা নির্বাচন। সেই সময় লোকসভা নির্বাচনে নবীনের দলকে কড়া টক্কড় দিয়েছিল পদ্ম শিবির। তবে বিধানসভায় বিজেডির থেকে বহু পিছনে ছিল বিজেপি। তবে রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা পেয়েছিল গেরুয়া শিবিরই। এরই মাঝে বিজেডি ভাঙিয়ে নিজেদের দল আরও শক্তিশালী করেছিল বিজেপি। তবে গতবছর থেকে নবীন পট্টনায়েকের 'সুরে' পরিবর্তনের তাল শোনা যাচ্ছিল। মোদী বন্দনায় পঞ্চমুখ হয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এরপর বিগত কয়েক সপ্তাহে সরকারি সভাতেও ধরা পড়েছে মোদী-নবীন রসায়ন। এই আবহে এবার জানা গেল ওড়িশায় জোট গঠন নিয়ে আলোচনা করছে বিজেপি এবং বিজেডি।

এক সময় তৃতীয় ফ্রন্ট গড়ার লক্ষ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করে এসেছিলেন ওড়িশায়। তবে তৃতীয় ফ্রন্ট, বিরোধী ইন্ডিয়া ব্লক, কোনওটাতেই যোগ দেননি নবীন। উলটে কয়েকদিন আগেই রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অশ্বিনী বৈষ্ণবকে সমর্থন করেছিল বিজু জনতা দল। এমনিতে বিজু জনতা দলকে বিজেপি ঘনিষ্ঠ হিসেবেই চিহ্নিত করা হয় দিল্লিতে। তবে ওড়িশার রাজ্য রাজনীতিতে এই দুই দলই একে অপরের প্রতিপক্ষ। গত নির্বাচনে একে অপরের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল দুই দল। তবে সেই প্রতিপক্ষকেই কয়েকদিন আগেই নিজের 'বন্ধু' হিসেবে আখ্যা দিয়েছিলেন মোদী। আর প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হতে শোনা গিয়েছিল ওড়িশার মুখ্যমন্ত্রীকে। তখন থেকেই একটা জল্পনা তৈরি হয়েছিল। আর রিপোর্টে দাবি করা হচ্ছে, সেই জল্পনা বাস্তবায়িত করতে দুই দল আলোচনার টেবিলে বসেছে।

রিপোর্ট অনুযায়ী, বুধবার বিজেপি এবং বিজেডি নেতারা দফায় দফায় বৈঠক করেছেন। আসন্ন লোকসভা ভোটের জন্য আসন বণ্টনের জন্যই এই বৈঠকগুলি হয় বলে জানা গিয়েছে। এর আগে নিজের দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভুবনেশ্বরে বৈঠক করেছিলেন নবীন পট্টনায়েক। সেই সময়েই দিল্লিতে বিজেপি নেতারাও বৈঠক করেন ওড়িশা নিয়ে। জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের ১৪৭টি আসন এবং লোকসভায় ওড়িশার ২১টি আসন ভাগাভাগি নিয়ে দুই দলের আলোচনা শুরু হয় এরপরে। এদিকে জানা যাচ্ছে, ওড়িশার ২১টি আসনের মধ্যে ১৫টিতেও বিজেপি লড়াই করতে চাইছে। গতবার বিজেপি ৮টি আসন জিতেছিল এই রাজ্যে। আর বিজেডি জিতেছিল ১২টি আসনে। এদিকে ১৪৭টি বিধানসভা আসনের মধ্যে গতবার বিজেডি জিতেছিল ১১২টি আসনে। উল্লেখ্য, গতবার একই সঙ্গে হয়েছিল ওড়িশার বিধানসভা এবং লোকসভা নির্বাচন। এবারও সেটাই হবে সেই রাজ্যে। অবশ্য জানা যাচ্ছে, আলোচনা শুরু হলেও এখনও কিছুই চূড়ান্ত হয়নি। দুই দলই জোট নিয়ে নিজেদের মতামত আদানপ্রদান করেছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, নবীনের বাবা বিজু পট্টনায়েক এককালে ছিলেন গান্ধীদের খুবই ঘনিষ্ঠ। জওহরলাল নেহরু থেকে ইন্দিরা গান্ধীর সময়কালে ছিলেন কংগ্রেসে। পরে ইন্দিরার সঙ্গে মতবিরোধের জেরে কংগ্রেস ছেড়েছিলেন। দীর্ঘদিন জনতা দলে ছিলেন। তাঁর মৃত্যুর পরে নবীন পট্টনায়েক গঠন করেছিলেন বিজু জনতা দল বা বিজেডি। ১৯৯৭ সালে দল ঘটনের পর থেকেই বিজেপির সঙ্গে ছিল তাঁর ঘনিষ্ঠতা। অটল বিহারী বাজপেয়ীর সরকারে কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন নবীন পট্টনায়েক। পরে ২০০০ সালে বিজেপির সঙ্গে জোট বেঁধেই ওড়িশার মুখ্যমন্ত্রী হন। তবে ২০০৯ সালে বিজেপির সঙ্গ ছেড়েছিলেন নবীন। এরপর থেকে একলা চলেই ওড়িশার ক্ষমতার রাশ নিজের হাতে রেখেছিলেন। এমনকী বিরোধী রাজৈতিক পরিসরে তাঁর গুরুত্ব ক্রমেই বাড়ছিল। ইন্ডিয়া ব্লক গঠনের আগে যখন তৃতীয় ফ্রন্টের ভাবনা সামনে এসেছিল, তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে দেখা করেছিলেন নবীনের সঙ্গে। তবে তারপরই নবীনের সুর পালটে যায়। মোদী স্তুতি শোনা যায় তাঁর গলায়। আর এবার দুই দল জোট গড়ার দিকে এগোচ্ছে। ২০১৯ সালে লোকসভা এবং বিধানসভা ভোটে একে অপরের বিরুদ্ধে লড়লেও গত ৫ বছরে কেন্দ্রীয় সরকারের অনেক বিলের পক্ষেই বিজেডি সাংসদরা ভোট দিয়েছেন সংসদে। এই আবহে সরাসরি এনডিএ-তে না থাকলেও দিল্লির রাজনীতিতে এমনিতেই বিজেপির 'বন্ধু' হিসেবে পরিচিত বিজেডি। তবে সেই রাজ্যে গিয়ে নবীনের সঙ্গে মোদীর 'ব্রোম্যান্স' নজর কেড়েছে অনেকেরই। সেই রয়াসনের হাত ধরেই পুরনো সম্পর্কে ফিরতে পারেন নবীন পট্টনায়েক।

 

ভোটযুদ্ধ খবর

Latest News

শ্রেয়ার কণ্ঠে যন্ত্রণার ছাপ, ‘অযোগ্য’র প্রথম গান জুড়ে কেবলই ছেড়ে যাওয়ার কষ্ট শুধু ভাইপো আর IPAC নয়, সন্দেশখালির ভিডিয়োর পিছনে হাত রয়েছে পুলিশেরও: শুভেন্দু ‘‌বিজেপি বড়জোর ১৯৫ আসন পাবে’‌, ইন্ডিয়া সরকার গড়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী মমতা ফুলশয্যা হতেই এক্কেবারে বদলে গেল আদৃত, কৌশাম্বি ছবি দিয়ে লিখলেন, ‘বড্ড ব্যস্ত’ বাড়িতে লাল পিঁপড়ে মুখে ডিম নিয়ে চলা কি আদৌ শুভ? কীসের ইঙ্গিত? জানুন বাস্তুমত বউবাজার বিস্ফোরণের অপরাধী খালিদের মুক্তিতে স্থগিতাদেশ প্রধান বিচারপতির বেঞ্চ লাজলজ্জা ভুলে পাপারাৎজ্জিদের সামনেই সইফকে জাপটে ধরে চুমু করিনার! তারপর…? এই দিনের আগে কিনুন স্টক… শেয়ার বাজার নিয়ে বড় ভবিষ্যদ্বাণী অমিত শাহের ৫টি বিশ্বকাপ খেলা তারকাকেই এবার ওয়ার্ল্ড কাপের দল থেকে বাদ দিল নেদারল্যান্ডস 'আমাদের সেনা পারে না...', ভারতীয় জওয়ানদের সরিয়ে 'অক্ষমতা' স্বীকার মলদ্বীপের

Latest IPL News

সূর্যকুমার যাদবকে নিয়ে এখনও আফসোস করেন KKR এর প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীর ও কিন্তু সোজা দৌড়তে গিয়ে উইকেট আড়াল করেনি… জাদেজার পাশে দাঁড়ালেন CSK কোচ এখনও সিএসকে-র সদস্য রায়না, হাতে র‍্যাকেট তুলে দিয়ে বোঝালেন ধোনি, মুগ্ধ নেটপাড়া দুর্ভাগ্যজনক ভাবে ম্যাকগার্ক রানআউট হতেই,উন্মত্ত সেলিব্রেশনে মাতলেন কোহলি-ভিডিয়ো IPL প্লে-অফে একইসঙ্গে উঠতে পারে CSK ও RCB! কোন অঙ্কে ধোনি ও বিরাটের হাসি ফুটবে? T20 WC-এর দলে জায়গা পাওয়ার আশা হয়তো ম্যাকগার্ক নিজেও করেনি- দাবি পন্টিংয়ের IPL-এর পরেই কাউন্টি খেলতে যাবেন পৃথ্বী শ', ফিরছেন পুরনো দল নর্দাম্পটনশায়ারেই MI ম্যাচে খেলতে নামার আগে গোটা রাত ঘুমোতে পারেননি KKR-এর নীতিশ রানা, কিন্তু কেন? IPL 2024: ক্যাচ মিস হওয়াতেই, ম্যাচ মিস হয়েছে- RCB-র কাছে হেরে মেনে নিলেন অক্ষর ভেবেছিলাম দ্বিতীয় ইনিংসে পিচ স্লো হবে- টস জিতে ব্যাটিং নিয়ে কপাল চাপড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ